ম্যান সিটির চুক্তিতে হলান্ডের রিয়ালে যাওয়ার শর্ত থাকার কথা ‘মিথ্যা’
গোল করা সহজ, নাকি আর্লিং হলান্ডই কাজটাকে সহজ করে ফেলেছেন? মৌসুম শুরুর পর এখন পর্যন্ত হলান্ডের পারফরম্যান্স দেখে এমন প্রশ্ন চাইলে কেউ করতেই পারেন। প্রতি ম্যাচেই গোলের সঙ্গে নতুন নতুন রেকর্ড নিজের করে নিচ্ছেন এই নরওয়েজিয়ান তারকা। গোলমেশিন তকমাও এখন আর হলান্ডকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারছে না।
আর এমন খেলোয়াড়কে দলে পেয়ে কোচ পেপ গার্দিওলার আনন্দে ভেসে যাওয়াই তো স্বাভাবিক। তবে এমন সুসময়েও ম্যানচেস্টার সিটির সমর্থকদের অস্বস্তি বাড়িয়েছে একটি খবর। হলান্ড নাকি সিটিতে এসেছেন দ্বিতীয় বছরে রিয়াল মাদ্রিদে যাওয়ার শর্ত দিয়ে। তবে এমন কোনো শর্তের কথা অস্বীকার করেছেন গার্দিওলা নিজেই।
ম্যানচেস্টার সিটির হয়ে এ মৌসুমে গোলের পর গোল করে চলেছেন হলান্ড। ১২ ম্যাচে গোল করেছেন ১৯টি, অ্যাসিস্ট ৩টি। এর মাঝে টানা দুটিসহ করেছেন ৩ হ্যাটট্রিক।
গতকাল রাতে কোপেনহেগেনের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতেই তুলে নেওয়া হয় হলান্ডকে। ৯০ মিনিট পুরো মাঠে থাকলে হয়তো মৌসুমে নিজের চতুর্থ হ্যাটট্রিকও পেয়ে যেতে পারতেন।
এমন একজন খেলোয়াড়কে দ্রুত হারানোর কথা কোচ, ক্লাব কিংবা সমর্থকের জন্য আনন্দের নয়। তাই ২০২৪ সালে রিয়ালে যাওয়ার গুঞ্জন হতাশই করেছে ম্যান সিটি সমর্থকদের। ম্যাচ শেষে পেপ গার্দিওলাকেও কথা বলতে হলো এই বিষয়ে। স্প্যানিশ কোচ বলেছেন, ‘এটা সত্য নয়। তার চুক্তিতে রিয়াল মাদ্রিদ বা অন্য কোনো দলের কথা নেই।’
ম্যাচের পর ম্যাচে গোল করে ফুটবল–দুনিয়ায় এখন আকর্ষণের কেন্দ্রে হলান্ড। তাঁকে নিয়ে এই ধরনের খবরের অবশ্য বিচলিত নন বলেই জানালেন গার্দিওলা, ‘আমি কি এমন গুজবে ক্ষুব্ধ? না, অবশ্যই আমি নই। গুজব এবং মানুষের মুখকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাই সব সময় এমন বিষয় নিয়েই দুশ্চিন্তা করা ভালো, যা আমাদের নিয়ন্ত্রণে।’
নতুন একটি ক্লাবে সময়টা যখন মানিয়ে নেওয়ার, তখনই গোলের পর গোল করে চমকে দিচ্ছেন হলান্ড। সিটিতে হলান্ড বেশ সুখে আছেন বলেই জানালেন গার্দিওলা, ‘গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, দলে আসার পর থেকে সে বেশ ভালোভাবেই মানিয়ে নিচ্ছে। আমি অনুভব করছি সে এখানে বেশ সুখে আছে। এটাই গুরুত্বপূর্ণ।’
এর আগে স্পেনের টিভি অনুষ্ঠান ‘এল চিরিনগুইতো’র সঞ্চালক জোসেপ পেদ্রেরোলকে রিয়াল মাদ্রিদের সাবেক সেন্টারব্যাক এবং মালাগার সাবেক সভাপতি ফার্নান্দো সাঞ্জ হলান্ডের চুক্তিতে রিয়ালে যাওয়ার শর্ত থাকার কথা বলেছিলেন।
তিনি বলেন, ‘২০২৪ সালে (ম্যানচেস্টার সিটি ছেড়ে) রিয়ালে যাওয়ার শর্ত আছে হলান্ডের।’ তবে আপাতত এমন গুঞ্জনের সমাপ্তি টেনে দিলেন গার্দিওলা।