বার্সেলোনার সংকট নিয়ে পিকে, ‘ক্লাব কাউকে বিভ্রান্ত করতে পারে না’
বার্সেলোনা কর্তৃপক্ষ ক্লাবের সমর্থকদের মিথ্যা আশ্বাস দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ক্লাবটির কিংবদন্তি ডিফেন্ডার জেরার্ড পিকে। ক্লাবের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ভক্ত–সমর্থকদের কাছে সঠিক বার্তাটা পৌঁছে দেওয়ার দাবি করেছেন সাবেক এই স্প্যানিশ সেন্টারব্যাক। সংকটপূর্ণ সময়ে বার্সেলোনাকে খেলোয়াড় তৈরির একাডেমি ‘লা মাসিয়া’র ওপর নির্ভরতা বাড়ানোর তাগিদও দিয়েছেন পিকে।
২০০৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত লম্বা সময় বার্সেলোনার রক্ষণে অতন্দ্র প্রহরী হয়ে উঠেছিলেন পিকে। ক্লাবের সোনালি সময়ের এ সারথি দলের হয়ে জিতেছেন সম্ভাব্য সব ট্রফিও। তবে ২০২২ সালে একাদশে অনিয়মিত হয়ে পড়ায় মাঝ মৌসুমে বিদায় বলে দেন পিকে।
সম্প্রতি লাইভ স্ট্রিমিং মাধ্যম টুইচে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাবের অবস্থা নিয়ে খোলামেলা কথা বলেছেন বিশ্বকাপজয়ী এ ডিফেন্ডার। বার্সা কর্তৃপক্ষ সমর্থকদের বিভ্রান্ত করছে জানিয়ে পিকে বলেছেন, ‘আমার মনে হয়, বার্সা সমর্থকেরা সত্যটা জানতে চায়। যদি আমরা এই বাস্তবতার মধ্যে থাকি, আমাদের এসব কথা বলতে হবে। একটা বিভ্রান্তি তৈরি করে বলতে পারি না যে আমরা চ্যাম্পিয়নস লিগ জিততে যাচ্ছি; যখন আমাদের প্রতিদ্বন্দ্বিতা করার মতো অর্থই নেই।’
বার্সার বর্তমান অবস্থা কেমন—জানতে চাইলে পিকে আরও বলেন, ‘ক্লাবের অবস্থা আমি বিস্তারিত জানি না। তবে আমার মনে হয় না এটা খুব একটা ভালো। আমার মনে হয়, মানুষ সত্যটা জানতে চায়।’
সমর্থকদের প্রতি ক্লাবের বার্তাটা কেমন হওয়া উচিত, তা জানিয়ে পিকে আরও বলেছেন, ‘বার্তাটা হওয়া উচিত, আমরা লা মাসিয়ার খেলোয়াড়দের ওপর আস্থা রাখব। যারা খুবই ভালো এবং প্রতিভাবান। তারা পরিণত হয়ে লিগ শিরোপার জন্য চেষ্টা করবে। বার্তাটা এমন হওয়া উচিত না যে আপনি তৃতীয় বা চতুর্থ হওয়ার জন্য লড়াই করবেন।’
পিকে এ সময় নিজের ক্লাব সভাপতি হওয়ার বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছেন, কিংস লিগে (পিকের নিজের তৈরি ৭ জনের দলের লিগ) এখনো তাঁর অনেক কিছু করা বাকি।