আবাহনীকে হারিয়ে টানা পঞ্চম শিরোপার আরও কাছে কিংস
২০১৮ সাল থেকে আবাহনী-বসুন্ধরা কিংস ম্যাচটা হয়ে উঠেছে দেশীয় ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন। কিন্তু নামে বড় ম্যাচ হলেও ফলের দিক থেকে একপেশে। আবাহনীর বিপক্ষে একের পর এক ম্যাচ জিতে চলেছে কিংস। যেখানে নেই কোনো প্রতিদ্বন্দ্বিতা। কিংস মাঠে নামছে আর তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ছে। আজ যেমন প্রিমিয়ার লিগে ফিরতি পর্বে বসুন্ধরা কিংস অ্যারেনায় কিংসের জয়ের ব্যবধান ২-১।
এই জয়ে প্রিমিয়ার লিগে টানা পঞ্চম শিরোপা জয় এখন সময়ের ব্যাপার মাত্র কিংসের কাছে। ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট কিংসের। সমান ম্যাচে আবাহনীর পয়েন্ট ২৫। দ্বিতীয় স্থানে মোহামেডানের ২৮। ১৮ ম্যাচের লিগে প্রতি দলের ম্যাচ বাকি আর ৪টি করে। আগামী শনিবার ময়মনসিংহে পরের ম্যাচে মোহামেডানকে হারালেই টানা পঞ্চম শিরোপা জয়ের আনন্দের উপলক্ষ পাবে কিংস।
কিংসকে ঠেকাতে আজ আবাহনী সেন্টার ব্যাকে দুজন বিদেশি নামায়। ইরানি মিলাদ শেখের সঙ্গে আইএসএলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন অস্ট্রেলিয়ান অ্যারন ইভান্স। রবসন-মিগুয়েল-দরিয়েলতন ত্রয়ীকে আটকাতেই রক্ষণ জমাট করেছিল আবাহনী। কিন্তু আবাহনীর হজম করা দুটি গোলে দায় এড়াতে পারবেন না দুই সেন্টার ব্যাক।
৫ মিনিটে কিংস ১-০ করেছে অ্যারনের অসর্তকায়। রাকিব তেড়েফুড়ে ঢুকলে কিংস কর্নার পায়। কর্নার থেকে মিগুয়েলের শট গোলকিপার সোহেল ফেরান। ফিরতি বল ক্লিয়ার করতে পারেননি অ্যারন। রাকিব অনায়াসে বল পাঠান জালে। এবারের লিগে এটি রাকিবের নবম গোল। দেশিদের মধ্যে এবার তিনিই এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা।
৩২ মিনিটে আবাহনী খেয়েছে দ্বিতীয় গোল। আগুয়ান মিগুয়েলকে বক্সের মধ্যে পেছন থেকে ফেলে দেন মিলাদ শেখ। রেফারি নাসির উদ্দিন পেনাল্টি দেন। তা থেকে আবাহনী গোলকিপার শহিদুল আলমকে সহজে বোকা বানান মিগুয়েল। দ্বিতীয় গোলের পর আবাহনী মানসিকভাবে ভেঙে পড়ে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ঘুরে দাঁড়িয়ে আকাশি-নীলেরা ২-১ করে ম্যাচে ফিরেছে। ৪৯ মিনিটে ওয়াশিংটন বানদ্রাওয়ের পাস থেকে কর্নেলিয়াস স্টুয়ার্টের টোকায় ২-১। কিংসের গোলকিপার মেহেদি হাসান কিছুই করতে পারেননি।
২১ মিনিটি মেহেদি হাসান মাঠে আসেন কিংস গোলকিপার আনিসুর রহমানের জায়গায়। আবাহনীর এনামুলের ক্রসে কর্নেলিয়াস স্টুয়ার্টের হেড আটকাতে গিয়ে মাথা ফেটে যায় আনিসুরের। অ্যাম্বুলেন্সে করে মাঠ থেকে নিয়ে যাওয়া হয় কিংস গোলকিপারকে। হাসপাতালে নিয়ে তাঁর সিটি স্ক্যান করানো হয়েছে।
বাকি সময়ে পোস্ট আগলানো মেহেদি হাসানের বিপক্ষে দ্বিতীয় গোলটা প্রায় পেতে পেতেও পায়নি আবাহনী। দুর্ভাগ্য কর্নেলিয়াস স্টুয়ার্টের, তঁর শট যায় বাইরে। ৬৩ মিনিটে ওয়াশিংটন বানদ্রাওয়ের শট অবশ্য আটকে কিংসকে বাঁচান মেহেদি। ম্যাচ যত এগিয়েছে, মেহেদি হাসান বাধা হয়ে দাঁড়ান আবাহনীর সামনে। তবে ম্যাচে ফেরার ইঙ্গিত দিচ্ছিল আবাহনী। শেষ সময়ে আবাহনীর মোহাম্মদ হৃদয়ের শট লাগে বারে। ম্যাচে ফেরার শেষ আশাও তখন শেষ আন্দ্রেস ক্রুসিয়ানির দলের। কিংসের কাছে আরেকটি পরাজয়ের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয়েছে আবাহনীকে।
দুই দলের ১৫ লড়াইয়ে কিংসের এটি ১১তম জয়, টানা ৫ম। বাকি ৪ ম্যাচে আবাহনীর জয় দুটি, বাকি দুটি ড্র। লিগে কখনো কিংসকে হারাতে পারেনি আবাহনী। দুদলের ১০ লিগ লড়াইয়ে আটটিই জয় কিংসের। কিংস অ্যারেনায় সর্বশেষ গত ১৫ ডিসেম্বর দুদল মুখোমুখি হয়েছিল স্বাধীনতা কাপের সেমিফাইনালে। সেই ম্যাচের প্রথমার্ধে ভালো খেলেও দ্বিতীয়ার্ধে ৪ গোল খেয়েছে আবাহনী। এবারের লিগের প্রথম পর্বে গোপালগঞ্জে স্কোরলাইন হয় ২-০। যার মানে, সর্বশেষ তিন ম্যাচে আবাহনী ৮ গোল খেয়েছে কিংসের কাছে।
তবে আজ হারালেও লড়াই করেছে আবাহনী। ম্যাচটাও হয়েছে বেশ উপভোগ্য। উত্তেজনা ছিল দুদলের খেলোয়াড়দের মধ্যেই। কিংসের দুই ব্রাজিলিয়ান রবসন রবিনিও ও মিগুয়েলের মধ্যে লেগে যায় বচসা। তা সামলে নেন সতীর্থরা। চোটের কারণে এ ম্যাচে ছিলেন না আবাহনীর ব্রাজিলিয়ান খেলোয়াড় জোনাথন। তাতে কিংসের সুবিধাই হয়েছে। তুলে নিতে পেরেছে প্রত্যাশিত জয়টা।
আজ দিনের অন্য ম্যাচে পিছিয়ে পড়েও ফর্টিস এফসিকে ২-১ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। রহমতগঞ্জের বিপক্ষে বাংলাদেশ পুলিশের জয় ২-০ গোলে।