২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

হ্যাটট্রিকে সুয়ারেজের ব্রাজিল অভিযান শুরু

হ্যাটট্রিকের পর সুয়ারেজছবি: এএফপি

ধূমকেতুর মতো অভিষেক!

আকাশে ধূমকেতু আলোর বিচ্ছুরণ ঘটিয়ে মিলিয়ে যায়। লুইস সুয়ারেজকে তার সঙ্গে অবশ্য পুরোপুরি মেলানো যায় না। ইউরোপিয়ান ফুটবলে নিজের সেরা সময় কাটিয়ে ব্রাজিলিয়ান ফুটবলে পা রেখেছেন ৩৫ বছর বয়সী উরুগুয়ে তারকা। তবে ক্যারিয়ারের এই গোধূলী লগ্নে সুয়ারেজ কাল ধূমকেতুর মতোই জ্বলে উঠেছিলেন।

গ্রেমিওর জার্সিতে অভিষেক ম্যাচেই করেছেন হ্যাটট্রিক।

আরও পড়ুন
আরও পড়ুন

ব্রাজিলের ঘরোয়া ফুটবলে রেকোপা গাউচা সুপার কাপে কাল সাও লুইজের মুখোমুখি হয়েছিল গ্রেমিও। ক্যাম্পেনেতো গাউচা বা রিও গ্রান্দের শীর্ষ লিগজয়ী দল এবং কোপা এফজিএফজয়ী দল এই ম্যাচে মুখোমুখি হয়।

গ্রেমিও গত বছর জিতেছে ক্যাম্পেনেতো গাউচা আর কোপা এফজিএফ জিতেছে সাও লুইজ। পোর্তো অ্যালেগ্রেতে গ্রেমিওর মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৩৭ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন সুয়ারেজ। গ্রেমিও ৪–১ গোলের জয়ে শিরোপা জিতে মৌসুম শুরু করেছে।

ব্রাজিলিয়ান মৌসুম শিরোপা জিতে শুরু করলেন সুয়ারেজ
ছবি: এএফপি

ম্যাচের প্রথমার্ধে ৪ গোল পেয়েছে গ্রেমিও। গোলকিপারের মাথার ওপর দিয়ে লব করে নিজের প্রথম গোলটি করেন সুয়ারেজ। পরেরটি ছিল নিখুঁত ফিনিশিং, যে কারণে ইউরোপে এক সময় তাঁকে ভয়ঙ্কর স্ট্রাইকার হিসেবে বিবেচনা করা হতো।

বিরতির ৭ মিনিট আগে দুর্দান্ত ভলিতে করা গোলে হ্যাটট্রিক পেয়ে যান সুয়ারেজ। গত মাসে ন্যাসিওনাল থেকে গ্রেমিওতে যোগ দিয়ে ৩০ হাজার দর্শকের সামনে ক্লাবটির সমর্থকদের মন জিতে নেন উরুগুয়ে তারকা।

আরও পড়ুন

প্রতিযোগিতামূলক ম্যাচের প্রথমার্ধে সুয়ারেজ এর আগে সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন ২০১৩ সালে। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে নরউইচ সিটির বিপক্ষে। ২০১৮ সালের অক্টোবরের পর প্রথম হ্যাটট্রিক করলেন সুয়ারেজ।

গোল করায় এখনো আগের ধার বজায় রেখেছেন সুয়ারেজ
ছবি: এএফপি

সেবার বার্সেলোনার হয়ে রিয়াল মাদ্রিদের জালে তিন গোল করেছিলেন সুয়ারেজ। ৩০টি হ্যাটট্রিক করলেন তিনি। তবে এই হ্যাটট্রিকটি সুয়ারেজের কাছে বিশেষ কিছু। এর আগে কখনো যে কোনো দলের হয়ে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক পাননি।

সুয়ারেজ তার ৩০ হ্যাটট্রিকের মধ্যে ১২টি করেছেন বার্সার হয়ে। ৯টি আয়াক্স, ৬টি লিভারপুল ও উরুগুয়ের হয়ে করেছেন ২টি হ্যাটট্রিক।

আরও পড়ুন

ম্যাচ শেষে সুয়ারেজের কাছে জানতে চাওয়া হয়েছিল, এটা তাঁর ক্যারিয়ারের সেরা অভিষেক কি না? সুয়ারেজের জবাব, ‘আমার মনে হয় এটাই। আতলেতিকোর হয়েও অভিষেকটা ভালো ছিল।’

এর আগে ৭টি ক্লাবের হয়ে খেলেছেন সুয়ারেজ। উরুগুয়ের ক্লাব ন্যাসিওনালের হয়ে দুই মেয়াদে দুবার প্রথম ম্যাচে (২০০৫ ও ২০২২) গোল পাননি। ডাচ ক্লাব গ্রোনিগেন ও আয়াক্সের হয়েও অভিষেকে গোল পাননি। আর ২০০৭ সালে উরুগুয়ে জাতীয় দলের হয়ে অভিষেকে দেখেছিলেন লাল কার্ড। গোলও পাননি।

২০১১ সালে লিভারপুলের হয়ে অভিষেকে গোল করেছিলেন। ২০১৪ সালে বার্সার হয়ে অভিষেকে নেইমারকে গোল বানিয়ে দিয়েছিলেন। আর ২০২০ সালে আতলেতিকোর হয়ে অভিষেকে করেছিলেন জোড়া গোল।