আবার ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদের শিকার ভিনিসিয়ুস

ভ্যালেন্সিয়ার মাঠে আবারও বর্ণবাদের শিকার রিয়াল তারকা ভিনিসিয়ুসরয়টার্স

বহুল আলোচিত ম্যাচটি শেষ হয়েছে দৃশ্যমান কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই। অনেকেই এটিকে বর্ণবাদ দূরীকরণের পথে উল্লেখযোগ্য মাইলফলকও মনে করতে শুরু করেছিলেন। কিন্তু ম্যাচ শেষের কয়েক ঘণ্টা পর জানা গেল, ভ্যালেন্সিয়া–রিয়াল মাদ্রিদ ম্যাচটিও আসলে বর্ণবাদমুক্ত ছিল না।

ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে খেলতে নেমে আবারও বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন রিয়ালের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। এক অপ্রাপ্তবয়স্ক দর্শক কর্তৃক ভিনিসিয়ুসকে ‘বানর’ ডাকার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনা তদন্ত শুরু করেছে লা লিগা।

কাল রাতে মেস্তায়ার রিয়াল–ভ্যালেন্সিয়া ম্যাচে কয়েক দিন ধরেই আলোচনায় ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড গত মে মাসে এখানে খেলতে এসে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছিলেন। গ্যালারি থেকে লাগাতার উত্ত্যক্ত হওয়ার এক পর্যায়ে নিজে মেজাজ হারিয়েছিলেন, পরে দেখেছিলেন লাল কার্ডও। ঘটনাটি ফুটবল–বিশ্বে এতটাই তোলপাড় ফেলে যে ফিফা ভিনিকে প্রধান করে বর্ণবাদ–দূরীকরণে বিশেষ কমিটি গঠন করে। ব্রাজিল সরকারও একটি আইন প্রণয়ন করে। এ ছাড়া বড় অঙ্কের আর্থিক জরিমানা হয় ভ্যালেন্সিয়াকে, গ্যালারিতে আজীবন প্রবেশ নিষিদ্ধ হয় তিন দর্শকের।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র
রয়টার্স

ঘটনার ১০ মাস পর কাল মেস্তায়ায় আবারও খেলতে নামেন ভিনিসিয়ুস। যে ম্যাচে মোতায়েন করা হয় বাড়তি নিরাপত্তাকর্মী, গ্যালারিতে ছিল বৈষম্যবিরোধী বার্তা। ২–২ সমতায় শেষ হওয়া ম্যাচটিতে রিয়ালের গোল দুটিও আসে ভিনিসিয়ুসের কাছ থেকেই। আগেরবারের মতো এবার আর মাঠে কোনো বর্ণবাদী আক্রমণের শিকার হতে দেখা যায়নি ভিনিকে।

আরও পড়ুন

তবে ম্যাচ শেষে ইএসপিএন ব্রাজিলের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, গ্যালারির এক অপ্রাপ্তবয়স্ক দর্শক ভিনিসিয়ুসকে বানর বলে ডাকছে। ঘটনার ভিডিও করেন এক নারী, যিনি পরে নিজেকে একজন ব্রাজিলিয়ান হিসেবে পরিচয় দেন। অ্যানা অ্যানজোস নামের ওই নারী ইএসপিএন ব্রাজিলকে জানান, গ্যালারি থেকে অনেকেই ভিনিসিয়ুসের উদ্দেশ্য বর্ণবাদী মন্তব্য করেছেন। তিনি ভিডিও করতে গেলে বাধাও দিয়েছেন কেউ কেউ।

ভ্যালেন্সিয়া–রিয়াল মাদ্রিদ ম্যাচে ভিনির সমর্থনে ব্রাজিলের পতাকা নিয়ে আসেন কেউ কেউ
রয়টার্স

গ্যালারি থেকে ভিনিসিয়ুসকে বানর ডাকার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পোস্ট করেছেন। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ভিডিও ফুটেজে উঠে আসা ঘটনাটি তদন্ত করছে লা লিগা। এর আগেও একাধিকবার ভিনিসিয়ুসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের ঘটনা তদন্ত করেছিল স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ।

আরও পড়ুন