জিদান-রোনালদোদের লকার নিলামে, দাম উঠবে কত

লন্ডনে সথবির শো রুমে প্রদর্শন করা হচ্ছে রিয়ালের লকারএএফপি

রিয়াল মাদ্রিদ সমর্থকের জন্য এর চেয়ে ভালো সুযোগ আর হয় না। প্রিয় ক্লাবের কোনো ঐতিহাসিক জিনিসপত্র সংগ্রহে রাখার এটাই মোক্ষম সুযোগ। কেমন ঐতিহাসিক, সেটা আগে বলা প্রয়োজন। এই ধরুন জিনেদিন জিদান, লুইস ফিগো, রোনালদো, ডেভিড বেকহাম, ক্রিস্টিয়ানো রোনালদো, সের্হিও রামোসরা একসময় সান্তিয়াগো বার্নাব্যুর ড্রেসিংরুমে যে লকার ব্যবহার করেছেন, টাকার বিনিময়ে সেটা যদি আপনার হাতে চলে আসে, কেমন হবে? সেই সুযোগটাই করে দিয়েছে রিয়াল।

আরও পড়ুন

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ১২ নভেম্বর থেকে নিলাম শুরু হয়ে গেছে, চলবে আরও এক সপ্তাহ। প্রতিটি লকারের ভিত্তিমূল্য ১০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ ৫১ হাজার টাকা)। এখন সর্বোচ্চ কত দাম ওঠে, দেখার বিষয় সেটিই।
ঘরের মাঠ বার্নাব্যু পুনর্নির্মাণের পর ড্রেসিংরুমের কিছু জিনিস নিলামে তুলেছে স্প্যানিশ ক্লাবটি। যুক্তরাষ্ট্রের নিলামকারী প্রতিষ্ঠান সথবির মাধ্যমে এগুলো নিলামে তোলা হয়েছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ২০০২ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্যবহার করা ২৪টি লকার নিলামে তুলেছে লা লিগা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। বার্তা সংস্থা এএফপি অবশ্য জানিয়েছে, লকারগুলো ২০০১ থেকে ২০২২ পর্যন্ত ব্যবহার করা হয়েছে। বার্নাব্যু পুনর্নির্মাণের সময় এসব লকার সরিয়ে ফেলা হয়েছিল। নিলামে তোলা লকারগুলোর মধ্যে ২০২১-২২ মৌসুমের লকারও আছে। সেবার করিম বেনজেমা, ভিনিসিয়ুস জুনিয়র, লুকা মদরিচরা মিলে রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতান।

আরও পড়ুন

এএফপি জানিয়েছে, ১২ নভেম্বর থেকে নিলাম শুরু হয়েছে। প্রতিটি লকারের ভিত্তিমূল্য ১০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ ৫১ হাজার টাকা)। এপি জানিয়েছে, লন্ডনে সথবির শো রুমে গত বুধবার থেকে সবার দেখার জন্য লকারগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সথবি ও রিয়াল মাদ্রিদের ‘স্মারক অংশীদার’ পারস্যুট ৩ মার্কেটিং গ্রুপের মাধ্যমে এই নিলাম চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।

প্রতিটি লকারের সঙ্গে ক্রেতাকে এর নির্ভেজাল প্রমাণে একটি সার্টিফিকেট এবং কোন কোন খেলোয়াড় তা ব্যবহার করেছেন, সেই তালিকাও দেওয়া হবে। সথবি জানিয়েছে, নিলামে পাওয়া অর্থের একটি অংশ রিয়ালের দাতব্য প্রকল্প রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনে দেওয়া হবে। নিলামে তোলা অন্যান্য জিনিসপত্রের মধ্যে রয়েছে রিয়ালের স্টেডিয়াম মোজাইক, যার ভিত্তিমূল্য ধরা হয়েছে ১২ হাজার ইউরো।

সথবির কালেকশন সেলসের প্রধান জর্জ নর্থ বলেছেন, ‘এই লকারগুলো রিয়াল মাদ্রিদের ইতিহাসের অসাধারণ একটি সময়কে প্রতিনিধিত্ব করে। আমরা এই প্রথমবারের মতো পুরো লকার রুম কিনে বাজারে নিয়ে এসেছি। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের মর্যাদা ও জনপ্রিয়তা এতেই বোঝা যায়।’

আরও পড়ুন