তাহলে কি একক ভেন্যুতেই হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ

কাঠমান্ডুতে আজ সাফের বৈঠক অনুষ্ঠিত হয়সাফ

গত ৮ জানুয়ারি দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) সভায় প্রথমবারের মতো এ বছর সাফ চ্যাম্পিয়নশিপ ‘হোম অর অ্যাওয়ে’ ভিত্তিতে আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে দক্ষিণ এশিয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

কাঠমান্ডুতে আজ সাফের সভায় হোম অর অ্যাওয়ে নয়, বরাবরের মতো একক ভেন্যুতেই সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তাব এসেছে। সভায় উপস্থিত সদস্যদেশগুলো চায় এক ভেন্যুতেই যেন টুর্নামেন্টটা হয়। টুর্নামেন্টের সম্ভাব্য সময় জুনের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের মাঝামাঝি।

আরও পড়ুন

তবে একক ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি চূড়ান্ত হবে সাফের মার্কেটিং পার্টনার স্পোর্টস ফাইভের অনুমোদন সাপেক্ষে। এ মাসের শেষ দিকে স্পোর্টস ফাইভ তাদের সিদ্ধান্ত জানাতে পারে। এর আগে স্পোর্টস ফাইভের সঙ্গে সাফের আলোচনায় হোম অর অ্যাওয়ে ভিত্তিতে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব আসে। সভা সূত্রে জানা গেছে, সাফ আয়োজনে আগ্রহ দেখিয়েছে শ্রীলঙ্কা। অন্যরা খুব একটা আগ্রহ দেখায়নি।

সভায় উপস্থিত সদস্যরা এক ভেন্যুতেই টুর্নামেন্টটি আয়োজন করতে চেয়েছেন
সাফ

সাফের আজকের সভায় ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের ড্র হয়েছে। ৯-১৮ মে ভারতের অরুণাচল রাজ্যে হবে এই টুর্নামেন্ট। পাকিস্তান ছাড়া বাকি ছয় দেশ খেলবে।
‘এ’ গ্রুপে খেলবে মালদ্বীপ, ভুটান ও বাংলাদেশ। ‘বি’ গ্রুপে ভারত, নেপাল ও শ্রীলঙ্কা।