রিয়ালের দুঃসময়ে খুশি না হয়ে সমব্যথী জাভি
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সমর্থকেরা শুধু নিজেদের জয়েই নয়, একে অপরের পরাজয়েই দারুণ খুশি হয়ে থাকেন। সম্প্রতি চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে রিয়াল বিধ্বস্ত হওয়ার পর বার্সেলোনার সমর্থকদের অনেককেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিটির হয়ে উদ্যাপন করতে দেখা গেছে।
একইভাবে বার্সার হারকেও বিভিন্ন সময় নিজেদের উদ্যাপনের উপলক্ষ করেছেন রিয়ালের সমর্থকদের অনেকে। তবে রিয়ালের হতাশাজনক বিদায়ে খুশি না হয়ে বরং চিরপ্রতিদ্বন্দ্বীদের পাশে দাঁড়ালেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। এমনকি রিয়ালকে নিয়ে কোনো সমালোচনাও করতে চাইলেন না এই স্প্যানিশ কোচ।
গত সপ্তাহে এস্পানিওলকে হারিয়ে চার ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা জিতেছে বার্সা। লিগে বার্সার জন্য বাকি ম্যাচগুলো শুধুই নিয়ম রক্ষার। আজ রাতে ক্যাম্প ন্যুতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠ নামবে জাভির দল। আজ রাতের ম্যাচ শেষে তারা লিগ শিরোপাও হাতে তুলবে। তবে নিজেদের উদ্যাপন বাদ দিয়ে এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে জাভিকে কথা বলতে হয়েছে রিয়ালের বিধ্বস্ত হওয়া নিয়ে।
বার্সা কোচ বলেছেন, ‘আমি ফুটবলে বিধ্বস্ত শব্দটি পছন্দ করি না। এর ধরনের শব্দ বা ব্যর্থতার মতো শব্দ গঠনমূলক নয়। দেখুন, সিটি এই সপ্তাহের ম্যাচে অনেক উচ্চমার্গীয় দল ছিল এবং এর সুবিধা তারা নিয়েছে। তবে বার্নাব্যুতে (প্রথম লেগে) তেমনটা ছিল না। তবে সব মিলিয়ে তারা যোগ্য দল হিসেবে জিতেছে। তারা বিশ্বসেরা দল।’
এদিকে এস্পানিওলকে হারিয়ে শিরোপা জয় নিশ্চিত করার পর বাসে চড়ে প্যারেড করার অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন জাভি। তিনি বলেছেন, ‘শহরের মধ্যে বাস প্যারেডটা অসাধারণ ছিল। উদ্যাপনের সময় আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম। সমর্থকদের এমন বড় শিরোপা উদ্যাপন করার প্রয়োজন। তবে এখনো আমাদের ম্যাচ বাকি আছে। আমাদের এখন লা লিগা মৌসুমটি ভালোভাবে শেষ করা উচিত।’
শিরোপা জয় নিশ্চিত হলেও এখনো ছোটখাটো কিছু লক্ষ্যপূরণ বাকি আছে বার্সার। সেসবও লক্ষ্যও অর্জন করতে চান জাভি, ‘আমাদের এখনো কিছু লক্ষ্য আছে, যেমন রবার্ট লেভানডফস্কির সর্বোচ্চ গোলের পুরস্কার জেতা এবং লা লিগায় সবচেয়ে কম গোল খাওয়ার রেকর্ড ধরে রাখা।’
লিগে বার্সার সাফল্য জাভি নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন। জাভিও এ নিয়ে কোনো জটিলতা দেখছেন না, ‘কথা চলছে, এখানে কোনো সমস্যা নেই। তবে এই মুহূর্তে এটা অগ্রাধিকার পাচ্ছে না। আমার চুক্তির এখনো এক বছর বাকি আছে। আমি কখনো বার্সার জন্য সমস্যা হব না। আমি এখনে সারা জীবন থাকতে চাই। তবে এটা নির্ভর করছে ফল এবং পারফরম্যান্সের ওপর।’