২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

স্টার্লিংকে ক্লাব খুঁজতে বলেছেন চেলসির নতুন কোচ

চেলসিতে রাহিম স্টার্লিংয়ের ভবিষ্যৎ অনিশ্চিতটুইটার

রাহিম স্টার্লিংকে যে নিজের কৌশলে উপযোগী মনে করেন না, সেটি সোজাসাপটাই বলে দিয়েছেন চেলসির ইতালিয়ান কোচ এনজো মারেসকা। এটা একান্তই তাঁর নিজের পছন্দ-অপছন্দ। কিন্তু ইংলিশ তারকাকে তো যথেষ্ট ঢাকঢোল পিটিয়েই দুই বছর আগে দলে নিয়েছিল চেলসি। কিন্তু এখন স্টার্লিংকে মারেসকার পছন্দ না হলে কী হবে? সাইড বেঞ্চে বসেই কি কাটিয়ে দেবেন চেলসির জীবনটা?

মারেসকা নিজেই পথ বাতলে দিয়েছেন স্টার্লিংকে, ‘নিয়মিত খেলতে চাইলে তাঁর উচিত নিজের পছন্দের কোনো ক্লাবে চলে যাওয়া।’ পরিষ্কার বার্তা। মারেসকা অবশ্য নিজের অবস্থান পরিষ্কারই করেছেন, ‘আমি স্টার্লিংকে অন্য ক্লাব খুঁজে নিতে বলছি, তার মানে এই নয় যে স্টার্লিং ভালো খেলোয়াড় নয়। আমি বিষয়টা নিয়ে ওর সঙ্গে কথাও বলেছি। স্টার্লিং যে ধরনের খেলোয়াড়, সেটি আমার কৌশলের সঙ্গে যায় না। আমার ধরন ভিন্ন।’

আরও পড়ুন
পুরোনো দল সিটির বিপক্ষে গোলের পর চেলসি ফরোয়ার্ড রাহিম স্টার্লিং
রয়টার্স

২০২২ সালে ম্যানচেস্টার সিটি থেকে চেলসিতে যোগ দেওয়ার পর ৮১টি ম্যাচ খেলেছেন স্টার্লিং। প্রথম মৌসুমটা মোটামুটি খেলার সুযোগ পেলেও গত মৌসুম থেকেই অনিয়মিত হওয়া শুরু। গোটা মৌসুমে গোল করেছিলেন ৮টি। অ্যাসিস্ট ছিল ৪টি। স্টার্লিংয়ের কাছে প্রত্যাশা অনুযায়ী হয়তো এই পরিসংখ্যান খুব ভালো নয়, তবে যতটুকু সুযোগ পেয়েছেন, করেছেন। কিন্তু নতুন মৌসুমে তো চেলসির কোচ তাঁকে রীতিমতো অপ্রয়োজনীয়ই ঘোষণা করে দিয়েছেন। মারেসকা এমনও বলেছেন, ‘আমি তো স্কোয়াডের সব খেলোয়াড়কে খেলাতে পারব না। আমি তাদেরই খেলাব, যাদের নিয়ে আমি আমার কৌশল বাস্তবায়ন করতে পারব।’

মৌসুমে চেলসির প্রথম ম্যাচই ছিল স্টার্লিংয়ের সাবেক ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে। সে ম্যাচে চেলসি একাদশে দূরে থাক, স্কোয়াডেই ছিলেন না। এমনকি ইউরোপীয় ফুটবলে চেলসির পরের ম্যাচেও তাঁকে স্কোয়াডে রাখা হয়নি। একই অবস্থা বেন চিলওয়েলেরও। মারেসকা বলেছেন, ‘এই দুজনের পরিস্থিতিই পরিষ্কার। দলে ওদের খেলার সুযোগ খুবই কম। আমার মনে হয়, স্টার্লিং ও চিলওয়েলের উচিত নতুন কোনো ক্লাব খুঁজে নেওয়া।’

আরও পড়ুন