এভারটনের শাস্তি হলে সিটির কেন নয়, যে জবাব দিলেন গার্দিওলা

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাছবি: এএফপি

আর্থিক সংগতি নীতি ভঙ্গের (এফএফপি) অভিযোগে গত ফেব্রুয়ারিতে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ১১৫টি অভিযোগ গঠন করে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ, যা এখন তদন্তাধীন। একই নীতিমালা ভঙ্গের দায়ে গত সপ্তাহে এভারটনকে ১০ পয়েন্ট জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন

এভারটনের শাস্তি থেকে সিটির অনিয়মের অভিযোগের ব্যাপারটি ‘সম্পূর্ণ আলাদা’ বলে দাবি করেছেন সিটি কোচ পেপ গার্দিওলা। তিনি দাবি করেন, ম্যানচেস্টার সিটির বাইরে সবাই চায় প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙার অভিযোগে ক্লাবটি শাস্তি পাক।
গত মার্চে আর্থিক নিয়মভঙ্গের অভিযোগে এভারটনের বিরুদ্ধে তদন্ত শুরু করে প্রিমিয়ার লিগ। এ জন্য স্বাধীন কমিশন গঠন করার কথাও বলা হয়েছিল। তবে এভারটনের বিরুদ্ধে আনা অভিযোগগুলো কী, তখন নির্দিষ্ট করে জানানো হয়নি। প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বড় এই শাস্তির বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে এভারটন।

ইতিহাদ স্টেডিয়ামে আজ প্রিমিয়ার লিগে লিভারপুলের মুখোমুখি হবে সিটি। এই ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে সিটি কোচ গার্দিওলার কাছে জানতে চাওয়া হয়েছিল, এভারটন শাস্তি পাওয়ায় সিটিকে নিয়ে তাঁর দুশ্চিন্তা হচ্ছে কি না? কারণ, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের বিরুদ্ধেও এফএফপি ভঙ্গের অভিযোগ রয়েছে। গার্দিওলার উত্তর, ‘দুটো ঘটনা আলাদা। সত্যি বলতে, এক নয়।’

স্প্যানিশ এই কোচ এরপর ব্যাখ্যা করার চেষ্টা করলেন, ‘আমাদের বিষয়টি দীর্ঘমেয়াদি। ১১৫টি অভিযোগ ওঠায় এটি বেশি জটিলও। দুই পক্ষের আইনজীবী আদালতে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন, এরপর আমরা রায় পাব।’

আরও পড়ুন

২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে সিটির বিরুদ্ধে এক শর বেশি আর্থিক নিয়ম ভাঙার অভিযোগগুলো স্বাধীন তদন্ত কমিশনে হস্তান্তর করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ২০১৮ সালের ডিসেম্বরে এ নিয়ে তদন্ত শুরুর পর সিটির বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগও উঠেছে। এভারটনের বিরুদ্ধে তদন্ত শুরু হয় সিটির বিরুদ্ধে অভিযোগ ওঠার পর। প্রিমিয়ার লিগ টেবিলে অবনমন (১৯তম) অঞ্চলে ধুঁকতে থাকা ক্লাবটি শাস্তিও পেল সিটির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিষ্পত্তি হওয়ার আগেই।

গার্দিওলার কাছে জানতে চাওয়া হয়েছিল, শাস্তি হিসেবে সিটিকে প্রিমিয়ার লিগ থেকে নামিয়ে দেওয়া হলে তিনি ক্লাবটিতে থাকবেন কি না? গার্দিওলা বলেছেন, ‘অপেক্ষা করব। দেখব, কী ঘটে। রায়ের পর সবার সামনে তা ব্যাখ্যা করব। তবে এটা নিশ্চিত যে আমি নিজের ভবিষ্যৎ বিবেচনা করব না, যদি বিষয়টি এখানে (সিটি) থাকা নিয়ে হয় কিংবা লিগ ওয়ানে নেমে যেতে হয়। চ্যাম্পিয়নস লিগ জয়ের চেয়ে লিগ ওয়ানে নেমে গেলে (আমার) থাকার সম্ভাবনাই বেশি।’

আরও পড়ুন

কিছু লোক সিটির শাস্তি পাওয়ার আশায় আছে উল্লেখ করে গার্দিওলা বলেন, ‘(সিটি থাকব কি না) প্রশ্নের উত্তর দেব রায় হওয়ার পর। এমনভাবে প্রশ্ন করছেন যেন আমরা ইতিমধ্যেই শাস্তি পেয়েছি। দোষী প্রমাণিত না হওয়ার আগপর্যন্ত আমরা নির্দোষ। আমি জানি লোকে এটা (শাস্তি) চায়। এটা জানি এবং অনুভব করতে পারি।’

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘টেলিগ্রাফ’ জানিয়েছে, স্বাধীন তদন্ত কমিশনে ম্যানচেস্টার সিটি দোষী প্রমাণিত হলে বড় শাস্তি হতে পারে। পয়েন্ট কর্তন, জরিমানা ছাড়াও প্রিমিয়ার লিগ থেকে নামিয়েও দেওয়া হতে পারে।

প্রিমিয়ার লিগে আজ ইয়ুর্গেন ক্লপের লিভারপুলের মুখোমুখি পেপ গার্দিওলার সিটি
ছবি: রয়টার্স

তবে গার্দিওলা রায় হওয়ার আগপর্যন্ত সিটির সমালোচকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন, ‘যখন পড়বেন যে আমাদের নেমে যাওয়া (অবনমন) উচিত তখন অবশ্যই বলবেন। কিন্তু কেউই জানে না, আসলে কী ঘটেছে। বিবৃতি না পড়েই লোকে কথা বলছে। তারা জানে না, আসলে কী ঘটেছে। এমনকি আমিও জানি না। সব কটি অভিযোগ আমি পড়িনি। আমরা আত্মপক্ষ সমর্থন করে যা বলেছি, সেগুলোও পড়িনি।’