ব্রাজিলের মতো খেলেও প্রশংসা না পাওয়ার আক্ষেপ ডাচ কোচের

নেদারল্যান্ডস ব্রাজিলের মতো খেলে, দাবি ডাচ কোচেরছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের খেলাটা দেখেছেন নেদারল্যান্ডস কোচ লুইস ফন গাল। ‘সেলেসাও’দের ৪–১ গোলের বড় জয় নিয়ে যে বাড়তি উচ্ছ্বাস সবার মধ্যে, সেটি নিয়ে কিছুটা অবাক তিনি। গালের মতে, নেদারল্যান্ডসও তো ব্রাজিলের মতোই খেলে, কিন্তু তাদের নিয়ে তো আলোচনা হয় না! উল্টো খেলার স্টাইল নিয়ে ডাচ মিডিয়ার একাংশ বেশ কিছুদিন ধরেই লেগে আছে ফন গালের পেছনে।

ব্রাজিলের মতো প্রশংসা না পাওয়ার আক্ষেপ ফন গালের
ছবি: রয়টার্স

গাল এই অভিযোগের পক্ষে ব্যাখ্যাও দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের তৃতীয় গোলটির (রিচার্লিসনের করা) প্রসঙ্গ টেনেছেন। রিচার্লিসনের সেই গোল ছিল সেন্ট্রাল ডিফেন্স থেকে মারকিনিওস ও থিয়াগো সিলভার কয়েকটি চমৎকার পাসের সুন্দর সমাপ্তি। ফন গাল এই গোলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডসের শেষ ষোলো ম্যাচের প্রথম গোলটির তুলনা করেছেন। সেটিও ডাচ রক্ষণ থেকে আসা কয়েকটি ওয়ান টাচ পাসিংয়ের ফসল। ডেনজেল ডামফ্রিস ফাইনাল পাসটি বাড়িয়েছিলেন মেম্ফিস ডিপাইয়ের দিকে, তা থেকেই গোল করেন বার্সেলোনা তারকা।

ব্রাজিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে যা খেলেছে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডস তার কোনো অংশেই কম খেলেনি, দাবি ডাচ কোচের
ছবি: রয়টার্স

ফন গালের মন্তব্য, ‘আমি ব্রাজিলের খেলা দেখেছি। তারা আসলে ঠিক একই ফুটবলটা খেলে, যেটি নেদারল্যান্ডস খেলে। তারা রক্ষণ থেকে আক্রমণ তৈরি করে এবং দ্রুত আক্রমণে যায়। আমার অবাক লাগে ব্রাজিলের খেলা দেখলে সবাই বলে দুর্দান্ত ফুটবল, আমরা যখন একই ধরনের খেলা খেলি, তখন সবাই নীরব থাকে। আমরাও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম গোলটি ব্রাজিলের তৃতীয় গোলটির মতোই করেছি। আমাদের গোলটা আরও সুন্দর। ওটা ছিল আক্ষরিক অর্থেই দলীয় গোল।’

মেম্ফিস ডিপাইয়ের এই গোলটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত ফন গাল
ছবি: রয়টার্স

শুক্রবার আর্জেন্টিনার বিপক্ষে নেদারল্যান্ডসের কোয়ার্টার ফাইনাল। সে ম্যাচটির জন্য মুখিয়ে ফন গাল। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি যে ডাচদের প্রমাণ করারই। এ ম্যাচে নেদারল্যান্ডস দলের সবচেয়ে বড় প্রেরণাদাতাও ফন গাল, ‘আমরা এরই মধ্যে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছি, আর্জেন্টিনাও উঠেছে। আর্জেন্টিনা ২০১৪ বিশ্বকাপ সেমিফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে ফাইনাল খেলেছিল। এবার আমাদের গোল করেই ম্যাচটা জিততে হবে।’