পিছিয়ে পড়ে কোনোরকমে ড্র সিটির, জিততে পারল না বার্সাও
ক্রিস্টাল প্যালেস ২ : ২ ম্যানচেস্টার সিটি
টানা ৭ ম্যাচ জয়হীন থাকার পর নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচ দিয়ে জয়ে ফিরেছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু জয়ে ফেরার সুখস্মৃতি খুব বেশিক্ষণ স্থায়ী হলো না প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের।
প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। তবে এই ম্যাচের ফল সিটির জন্য আরও খারাপ হতে পারত। ম্যাচে দুবার পিছিয়েও পড়েছিল তারা। যদিও শেষ পর্যন্ত হারের যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়তে হয়নি। আর্লিং হলান্ড ও রিকো লুইসের গোলে এক পয়েন্ট জুটেছে পেপ গার্দিওলার দলের।
এই ড্রয়ে ১৫ ম্যাচে চারে থাকা সিটির পয়েন্ট এখন ২৭। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৫। ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চেলসি আছে দুইয়ে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে আর্সেনাল আছে তিনে।
নটিংহামের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস আজ ম্যাচের শুরুতেই হারিয়ে বসে সিটি। মাত্র চার মিনিটের মাথায় দারুণ প্রতি–আক্রমণ থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করে প্যালেসকে এগিয়ে দেন ড্যানিয়েল মুনোজ। এগিয়ে গিয়ে যেন আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে প্যালেস। বলের দখল রাখতে না পারলেও প্রেসিং এবং প্রতি–আক্রমণ থেকে সিটিকে বেশ চাপে রেখেছিল স্বাগতিকরা।
এর মধ্যে ম্যাচের ২২ মিনিটে সহজ সুযোগ নষ্ট না হলে ব্যবধান দ্বিগুণ করতে পারত প্যালেস। ২৪ মিনিটে ইলকাই গুন্দোয়ানের শট পোস্টে লাগলে সমতা ফেরানোর অপেক্ষা বাড়ে সিটির। ২৮ মিনিটে আবারও কাছাকাছি গিয়ে গোলবঞ্চিত হয় প্যালেস। তবে ৩০ মিনিটে সিটির হয়ে ভুল করেননি আর্লিং হলান্ড। ম্যাথিয়াস নুনেসের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন হলান্ড। এরপর প্রথমার্ধের বাকি সময়ে চেষ্টা করেছে দুই দলই। কিন্তু গোল পায়নি কেউই।
বিরতির পরও আক্রমণ প্রতি-আক্রমণে জমে ওঠে লড়াই। কিন্তু সিটির ওপর চাপ বাড়িয়ে ৫৬ মিনিটে লিড নেয় প্যালেস। উইল হিউজেসের অ্যাসিস্টে এবার গোল করেন ম্যাক্সেনসে ল্যাক্রোইক্স। পিছিয়ে পড়ে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় সিটি। প্যালেসের রক্ষণে একাধিকবার হানা দিয়ে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলটি আদায় করে নেয় ম্যাচের ৬৮ মিনিটে।
দারুণ এক দলীয় আক্রমণ থেকে বের্নার্দো সিলভার পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন রিকো লুইস। সমতায় ফিরে এগিয়ে যাওয়ার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ে সিটি। একের পর এক আক্রমণও শানায়। যদিও তাতে লাভ হয়নি। উল্টো দলকে সমতা ফেরানো লুইস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ৮৪ মিনিটে। এরপর আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে সিটিকে।
রিয়াল বেতিস ২ : ২ বার্সেলোনা
লা লিগায় রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান আরও বড় করার সুযোগ হাতছাড়া করেছে বার্সেলোনা। রিয়াল বেতিসের মাঠে বার্সা ড্র করেছে ২-২ গোলে। ম্যাচের ৩৯ মিনিটে রবার্ট লেভানডফস্কির গোলে এগিয়ে গেলেও সেই লিড ধরে রাখতে পারেনি তারা। ৬৮ মিনিটে পেনাল্টি গোলে বেতিসকে সমতায় ফেরান জিওভানি লো সেলসো।
এরপর ম্যাচের ৮২ মিনিটে ফেরান তোরেস গোল করলে জয়ের আশা বাড়ে বার্সার। কিন্তু যোগ করা সময়ে গোল করে বার্সাকে রুখে দেন আসানে দিয়াও। এই ড্রয়ে ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল বার্সা। ১৫ ম্যাচে দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ৩৩। আজ রাতে রিয়াল খেলবে জিরোনার বিপক্ষে।