রোনালদোর ক্লাব আল নাসরে আবারও কোচ ছাঁটাই

লুইস কাস্ত্রোকে (বাঁয়ে) আর রোনালদোদের কোচ হিসেবে দেখা যাবে নাএক্স

ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর নতুন কোচ খুঁজছে। কারণ, পর্তুগিজ কোচ লুইস কাস্ত্রোকে গতকাল ছাঁটাই করেছে তারা। রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বার কোচ পাল্টাল ক্লাবটি।

সৌদি প্রো লিগের নতুন মৌসুমে শুরুটা ভালো করতে পারেননি ৬৩ বছর বয়সী কাস্ত্রো। ৩ ম্যাচে এ পর্যন্ত ১ জয় পেয়েছে আল নাসর। কাস্ত্রোকে ছাঁটাই করার ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে আল নাসরের পক্ষ থেকে বলা হয়, ‘আল নাসর জানাচ্ছে, প্রধান কোচ লুইস কাস্ত্রো ক্লাব ছেড়ে গেছেন। গত ১৪ মাসে নিবেদনপূর্ণ কাজের জন্য আল নাসরের সবাই লুইস এবং তাঁর (কোচিং) বহরকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে।’

গত সোমবার এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট পর্বের প্রথম ম্যাচে ইরাকের ক্লাব আল শোর্তার সঙ্গে ১–১ গোলে ড্র করে আল নাসর। এরপরই ছাঁটাইয়ের খড়্গ নেমে এল লুইস কাস্ত্রোর ওপর।

আরও পড়ুন

গত বছর এপ্রিলে আল নাসর কোচের দায়িত্ব ছেড়েছিলেন রুডি গার্সিয়া। সেটি রোনালদো ক্লাবটিতে যোগ দেওয়ার চার মাস পরের ঘটনা। লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠতে না পারায় ফরাসি এই কোচকে ছাঁটাই করেছিল আল নাসর।

সৌদি আরবের সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ২০২২ সালে এসি মিলানকে সিরি ‘আ’ শিরোপা (স্কুদেত্তো) জেতানো ইতালিয়ান কোচ স্তেফানো পিওলিকে পরবর্তী কোচ হিসেবে পছন্দের তালিকায় রেখেছে আল নাসর। গত মে মাসে মিলানের দায়িত্ব ছাড়েন পিওলি।

আল নাসরের নতুন কোচ হতে পারেন স্তেফানো পিওলি
রয়টার্স

পোর্তোর সাবেক কোচ কাস্ত্রো গত বছর জুলাইয়ে আল নাসরের দায়িত্ব নেন। সৌদি আরবের ঘরোয়া ফুটবলে ক্লাবটির হয়ে তিনি বড় কোনো শিরোপা জিততে পারেননি। রোনালদো, আইমেরিক লাপোর্ত ও সাদিও মানের মতো তারকারা দলে থাকলেও দ্বিতীয় স্থান নিয়ে গত মৌসুমে লিগ শেষ করে আল নাসর। আল হিলালের সঙ্গে ১৪ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে ছিল তারা।