ইংল্যান্ডে লিভারপুলকে সাহায্য করছে বাকিরা, স্পেন ও ইতালিতে শীর্ষ স্থানে রদবদল
নতুন বছরের শুরু থেকেই জমে উঠেছে ইউরোপিয়ান লিগগুলো। মাঝ মৌসুমে এসে দলগুলোর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাও এখন তুমুল। চলছে পাল্টাপাল্টি জায়গা দখলের লড়াইও। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল শীর্ষ স্থান ধরে রাখলেও লা লিগা ও সিরি ‘আ’তে জায়গা হারিয়েছে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদ ও আতালান্তা।
তাদের জায়গায় এখন শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ ও নাপোলি। তবে এই দুই লিগে শীর্ষ তিন দলের মধ্যে পয়েন্টের ব্যবধানে এতই সামান্য যে যেকোনো মুহূর্তে বদলে যেতে পারে গোটা দৃশ্যপট। এ ছাড়া শীর্ষ চার লিগের মধ্যে বুন্দেসলিগায় অবশ্য এখনো খেলা শুরু হয়নি। ১১ জানুয়ারি থেকে আবারও মাঠে নামবে জার্মান পরাশক্তিগুলো।
ইংলিশ প্রিমিয়ার লিগ: লিভারপুলকে সাহায্য করছে বাকিরা
ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে লিভারপুল। তাতে অবশ্য লিভারপুলের খুব বেশি ক্ষতি হয়নি। নিজেদের ম্যাচে ড্র করে আগেই লিভারপুলের জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করে রেখেছিল আর্সেনাল ও চেলসি।
ফলে ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেও এই রাউন্ড শেষে এক ম্যাচ হাতে রেখে ৬ পয়েন্টের ব্যবধান ধরে রাখল লিভারপুল। এই মুহূর্তে শীর্ষ স্থান সুদৃঢ় থাকলেও লিভারপুলের অবশ্য নির্ভার থাকার সুযোগ নেই। বড়দিনের পর ও নতুন বছরে ইংলিশ প্রিমিয়ার লিগে অনেকবার পট বদলাতে দেখা গেছে। তাই লিভারপুলকে সতর্ক থেকেই এগিয়ে যেতে হবে।
লা লিগা: আতলেতিকোকে দুইয়ে পাঠিয়ে শীর্ষে রিয়াল
এল ক্লাসিকোয় বার্সার কাছে হারার পর অনেকেই এ মৌসুমে রিয়ালের শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু রিয়াল যে হারার আগে হারে না! দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে এখন স্প্যানিশ লিগের শীর্ষে উঠে এসেছে মাদ্রিদের ক্লাবটি। সবশেষ শুক্রবার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে তারা। আর রিয়াল শীর্ষে ওঠায় দুইয়ে নেমে গেছে আতলেতিকো। যদিও রিয়ালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে আতলেতিকো।
এখন আতলেতিকো যদি পরের ম্যাচে ওসাসুনার সঙ্গে পয়েন্ট হারায় তবে শীর্ষস্থান ধরে রাখবে রিয়ালই। আর জিতলে রিয়ালকে টপকে আবার শীর্ষে চলে আসবে দিয়েগো সিমিওনের দলই। অন্যদিকে এই দুই দলের তুলনায় পিছিয়ে পড়েছে বার্সেলোনা। ১৯ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৩৮। রিয়ালের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে আছে তারা। আপাতত শীর্ষে ওঠার চেয়ে নিজেদের কাজটা ঠিকঠাক করাতেই মনোযোগ দিতে হবে হ্যান্সি ফ্লিকের দলকে।
সিরি ‘আ’: আতালান্তাকে সরিয়ে শীর্ষে নাপোলি
স্প্যানিশ লিগের মতো ইতালিয়ান লিগ সিরি ‘আ’তেও শীর্ষ তিন দলের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। যেখানে এবার আতালান্তাকে সরিয়ে শীর্ষে ওঠে এসেছে নাপোলি। ২০২২-২৩ মৌসুমে ৩৩ বছর পর সিরি ‘আ’ শিরোপা পুনরুদ্ধার করেছিল নাপোলি। এক মৌসুমের ব্যবধানে এখন আবারও শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে তারা। যদিও এবারের লড়াইটা সহজ হবে না। আতালান্তা ও ইন্টার মিলান বেশ ভালোভাবেই আছে শিরোপা দৌড়ে।
১৯ ম্যাচ শেষে নাপোলির ৪৪ পয়েন্টের বিপরীতে আতালান্তার পয়েন্ট ১৮ ম্যাচে ৪১। আর দুই ম্যাচ কম খেলা ইন্টার মিলানের পয়েন্ট ৪০। অর্থাৎ ইন্টার যদি বাড়তি এই দুই ম্যাচ জেতে তবে নাপোলি ও আতালান্তাকে পেছনে ফেলে তারাই শীর্ষে উঠে আসবে। সব মিলিয়ে সিরি ‘আ’র বর্তমান পরিস্থিতি বলছে, সামনের দিনগুলোতে এই লিগে শিরোপা লড়াই আরও রোমাঞ্চকর হয়ে উঠতে পারে।
সিরি ‘আ’ (শীর্ষ পাঁচ)
বুন্দেসলিগা: বিরতি শেষে মাঠে ফেরার প্রস্তুতি
জার্মান বুন্দেসলিগায় বিরতি কাটিয়ে দলগুলো এখন মাঠে ফেরার অপেক্ষায়। এ লিগে বর্তমানে শিরোপা দৌড়ে এগিয়ে আছে বায়ার্ন মিউনিখ ও বায়ার লেভারকুসেন। তবে ১৫ ম্যাচ শেষে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্নই। তাদের চেয়ে মাত্র ৪ পয়েন্টে পিছিয়ে বর্তমান চ্যাম্পিয়ন লেভারকুসেন।
সামনের ম্যাচগুলোয় লেভারকুসেনের চোখ থাকবে ব্যবধান ঘুচিয়ে আবার শীর্ষস্থান দখলের। কাজটা অবশ্য সহজ হবে না। বায়ার্ন এবার শিরোপা পুনরুদ্ধারে বেশ মরিয়া। তবে শেষ পর্যন্ত শিরোপ যেই জিতুক, দুই দলের এমন মরিয়া মনোভাবে কারণে জমে উঠতে পারে জার্মানির শীর্ষ লিগের শিরোপা লড়াই।