পুলিশকে লক্ষ্য করে মিসাইল, ইউরোপার ম্যাচে লঙ্কাকাণ্ড

অ্যাস্টন ভিলা–লেগিয়া ওয়ারশ ম্যাচ কেন্দ্র করে মাঠের বাইরে সংঘাতের ঘটনা ঘটেরয়টার্স

অ্যাস্টন ভিলা-লেগিয়া ওয়ারশর ম্যাচটি শুরু হয়েছে যথাসময়ে। শেষও হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই। তবে কাল রাতে ইউরোপা কনফারেন্স লিগের এই ম্যাচ ঘিরে বার্মিংহামের রাস্তায় ঘটে গেছে লঙ্কাকাণ্ড। মাঠে প্রবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন পোলিশ ক্লাবটির সমর্থকেরা। ঘটনায় চার পুলিশসহ অনেকে আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৩৯ ব্যক্তিকে আটক করেছে।

ওয়েস্ট মিডল্যান্ডসের পুলিশকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, পুলিশ ‘ন্যক্কারজনক ও খুবই বিপজ্জনক’ পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। তাদের দিকে ‘মিসাইল ও ফ্লেয়ার্স’ ছুড়ে মারা হয়। সংঘাতের ঘটনার পর ওয়ারশর কোনো সমর্থককে তাদের দলের খেলা দেখতে মাঠে প্রবেশ করতে দেওয়া হয়নি।

গার্ডিয়ান জানিয়েছে, অক্টোবরে ওয়ারশ নেদারল্যান্ডসের আলকামারের সঙ্গে খেলতে গেলে সেখানে ডাচ পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন ওয়ারশর সমর্থকেরা। এর জেরে অ্যাস্টন ভিলা গ্যালারিতে ওয়ারশ সমর্থকদের প্রবেশাধিকার এক হাজার জনে সীমিত করে স্থানীয় ইমারজেন্সি কর্তৃপক্ষ। তবে মাঠে ঢুকতে ভিলা পার্কের বাইরে জড়ো হন প্রায় দুই হাজার ওয়ারশ সমর্থক। এত দর্শকের প্রবেশে ব্যারিয়ার দেওয়া হলে পুলিশের সঙ্গে মারামারিতে জড়ান পোলিশ দলটির সমর্থকেরা।

লেগিয়া ওয়ারশ সমর্থকদের গ্যালারিতে ঢুকতে দেওয়া হয়নি
রয়টার্স

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, আহত পুলিশদের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া পুলিশের দুটি ঘোড়া এবং কুকুরও এ ঘটনায় আহত হয়। এক বিবৃতিতে চিফ ইন্সপেক্টর টিম রবিনসন বলেন, ‘ফুটবলের চমৎকার একটি সন্ধ্যা হওয়ার কথা ছিল এটি। কিন্তু দুর্ভাগ্যজনককভাবে আমাদের বেদনাদায়ক দৃশ্য দেখতে হয়েছে। বাইরে থেকে আসা সমর্থকেরা আমাদের কর্মকর্তাদের দিকে ফ্লেয়ার্স এবং অন্যান্য মিসাইল ছুড়েছে। এখানে তাদের স্টেডিয়ামে প্রবেশ বন্ধ করা ছাড়া আমাদের অন্য কোনো সুযোগ ছিল না।’

আরও পড়ুন

ওয়ারশ অবশ্য ম্যাচ শুরুর আগেই এক বিবৃতিতে দর্শকের প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্তকে ‘ভিত্তিহীন’ দাবি করে জানায়, প্রতিবাদ হিসেবে ক্লাবের মালিক ও সিনিয়র কর্মকর্তারা ভিলা পার্কে যাওয়া বয়কট করেছেন। আর ম্যাচের পর দেওয়া বিবৃতিতে অ্যাস্টন ভিলা জানায়, টিকিটবিহীন দর্শকদের থামাতে লেগিয়া ওয়ারশ তাদের সহায়তা করেনি।

পুলিশকে লক্ষ্য করে ফ্লেয়ার্স ছুঁড়ে মারেন ওয়ারশ সমর্থকেরা
রয়টার্স

ম্যাচে ৫৮ মিনিটে দেওয়া অ্যালেক্স মোরেনোর গোলে ২-১ ব্যবধানে জেতে অ্যাস্টন ভিলা। এ জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি। ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ওয়ারশও পরের ধাপের সম্ভাবনা টিকিয়ে রেখেছে।

এদিকে ইউরোপা লিগের নকআউট নিশ্চিত করেছে লিভারপুল। অ্যানফিল্ডে অস্ট্রিয়ান ক্লাব লাস্ককে ৪-০ ব্যবধানে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। দুটি গোল করেন কোডি গাকপো। অপর দুই গোল মোহাম্মদ সালাহ ও লুইস দিয়াজের।