‘১০০০ হলে ভালো, না হলে সমস্যা নেই’—বললেন রোনালদো
এটা কী বললেন ক্রিস্টিয়ানো রোনালদো—এমন বিস্ময় অনেকের কণ্ঠেই ঝরে পড়তে পারে। ফুটবলবিশ্ব রোনালদোকে চেনে দাম্ভিক আর রেকর্ডের প্রতি আচ্ছন্ন এক ফুটবলার হিসেবে। সেই রোনালদোই কিনা একটি অনন্য মাইলফলক নিয়ে বললেন—হলে ভালো, না হলে সমস্যা নেই!
কথা হচ্ছে রোনালদোর ১০০০ ক্যারিয়ার গোলের মাইলফলক নিয়ে। আল নাসরের পর্তুগিজ তারকা ৯০০ গোলের মাইলফলক ছোঁয়ার পর থেকেই ফুটবলপ্রেমী তথা রোনালদো–ভক্তরা শুরু করেছেন ১০০০ গোলের ক্ষণগণনা। রোনালদো নিজেও আগে ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার ইচ্ছা নিয়ে কথা বলেছেন।
ইদানীং রোনালদো একটি বা দুটি গোল করলেই চলে আসে ১০০০ গোলের প্রসঙ্গ। গতকাল সৌদি প্রো লিগে আল হিলালের বিপক্ষে আল নাসরের ৩–১ ব্যবধানের জয়ে রোনালদো করেছেন জোড়া গোল। তাতে রোনালদোর ক্যারিয়ারে গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩১–এ। এরপর আবার শুরু হয়েছে সেই প্রসঙ্গ নিয়ে কথাবার্তা।
এই জোড়া গোলের পর মেটা এআইকে প্রশ্নও করা হয়েছিল—রোনালদো এভাবে গোল করতে থাকলে ১০০০ গোলের মাইলফলকে পৌঁছাতে তাঁর কত সময় লাগবে। মেটা এআই হিসাব–নিকাশ করে বের করেছে পর্তুগিজ তারকার গোলের রথ এভাবে চলতে থাকলে অনন্য মাইলফলকে তিনি পৌঁছে যেতে পারবেন ২০২৭ সালের মে থেকে আগস্টের মধ্যে। গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা জেমিনি অবশ্য দিনক্ষণটা আরও আগে দেখছে। জেমিনি বলছে, রোনালদো হাজারতম গোলটি পেতে পারেন ২০২৬ সালের শেষ বা ২০২৭ সালের শুরুর দিকে।
এত হিসাব–নিকাশ আর আলোচনার মধ্যে রোনালদো গতকাল বিষয়টি নিয়ে কথা বলেছেন। রোনালদোর সেই কথা শুনে একটু হতাশ হতেই পারে তাঁর ভক্তরা। রোনালদো যে এ নিয়ে উত্তেজনা একটু নিম্নমুখী করার চেষ্টাই করেছেন, ‘ভাইয়েরা, মুহূর্তটা উপভোগ করুন। আমি ১০০০ তাড়া করছি না। এটা যদি হয়ে যায়, দারুণ। যদি এটা না হয়, না হলো।’
রোনালদো এরপর ব্যক্তির চেয়ে দলকে এগিয়ে রাখার কথাই বললেন, ‘আল হিলালের বিপক্ষে দুই গোল করতে পেরে আমি খুশি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ডার্বি জয় করা।’
এরপর তাঁর ১০০০ গোলের মাইলফলক নিয়ে ভক্তদের উৎসাহ নিয়ে রোনালদো বলেন, ‘(২০২৪ সালের অক্টোবরে) আমি ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছি এবং এখন তারা ১০০০ গোল চাচ্ছে। এটা এখন যেন বাধ্যবাধকতা হয়ে যাচ্ছে। এ কারণেই আমি বলেছি, মুহূর্তটা উপভোগ করুন এবং দেখুন আসছে বছরগুলোয় আমার পা আমাকে কী দেয়।’
রোনালদোর বয়স এখন ৪০ বছর। এ বয়সেও অবশ্য দুর্দান্ত গতিতে গোলের রথটা এগিয়ে নিয়ে যাচ্ছেন পর্তুগিজ তারকা। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো ২০২৪–১৫ মৌসুমেও সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে ৩০টি গোল করেছেন। তবে সব ধরনের হিসাব এবং বাস্তবতা বলছে, ১০০০ গোলের মাইলফলকে পৌঁছাতে হলে তাঁকে আরও অন্তত দুই মৌসুম এভাবেই পারফর্ম করে যেতে হবে। কে জানে, চিরতরুণ রোনালদো সেটা পারবেন কি না!