পিএসজিতে ‘কিছু মানুষের কারণে অসুখী’ ছিলেন এমবাপ্পে, পিএসজির পাল্টা জবাব ‘এমবাপ্পের ক্লাস নেই’

ফ্রান্স জাতীয় দলের হয়ে সংবাদ সম্মেলনে কিলিয়ান এমবাপ্পেএএফপি

লুক্সেমবার্গের বিপক্ষে আজ রাতে প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। তার আগে গতকাল ফ্রান্স জাতীয় দলের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন কিলিয়ান এমবাপ্পে। সেখানে স্বাভাবিকভাবেই তাঁর পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগদানের প্রসঙ্গ উঠেছিল। এ নিয়ে এমবাপ্পে তাঁর পিএসজি-অভিজ্ঞতা নিয়ে বেশ কড়া কিছু কথাই বলেছেন।

আরও পড়ুন

পিএসজিতে সাত মৌসুম খেলে ক্লাবটি ছেড়েছেন এমবাপ্পে। সে অভিজ্ঞতা নিয়ে এমবাপ্পে বলেছেন, ‘পিএসজিতে আমি অসুখী ছিলাম না। সেটা (অসুখী) বললে যারা আমার পক্ষে ছিলেন তাদের মুখে চপেটাঘাত করা হবে—আমি সব সময়ই সুখী ছিলাম। কিন্তু নির্দিষ্ট কিছু বিষয় আমাকে অসুখী করেছে। তবে আমার মতো খেলোয়াড় তা প্রকাশ করতে পারে না, কারণ, আমি নেতাও, তাই যতটা সম্ভব ইতিবাচক থাকার চেষ্টা করেছি। কোচ, খেলোয়াড় ও ক্লাবের লোকজন আমাকে সমর্থন দিয়েছেন, তাই আমি অসুখী ছিলাম এটা বললে খারাপ দেখায়। কিন্তু কিছু বিষয় এবং কিছু মানুষ আমাকে অসুখী করেছে।’

ফ্রান্সের অনুশীলনে এমবাপ্পে। প্রীতি ম্যাচে আজ রাতে মাঠে নামবে ফ্রান্স
এএফপি

গত মৌসুম শেষে পিএসজিতে নতুন চুক্তি করা না করা নিয়ে ক্লাবটির সভাপতি নাসের আল খেলাইফির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন এমবাপ্পে। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, পিএসজির পক্ষ থেকে বলা হয়েছিল, তাঁকে একদমই খেলার সুযোগ দেওয়া হবে না। পরে কোচ লুইস এনরিকে ও ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস ‘বাঁচান’ এমবাপ্পেকে।

এ নিয়ে এমবাপ্পে বলেছেন, ‘ক্লাব আমাকে জানিয়েছিল যে আমি খেলার সুযোগ পাব না। তারা কথাটা উগ্রভাবে আমার মুখের ওপর বলেছে। লুইস এনরিকে এবং লুইস কাম্পোস আমাকে বাঁচিয়েছেন। তাঁরা না থাকলে আমি আবারও মাঠে নামতে পারতাম না।’

আরও পড়ুন

এমবাপ্পের এমন কথার পর পিএসজির পক্ষ থেকে এ নিয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ক্লাবটির ঘনিষ্ঠ এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এমন মন্তব্যের পর পিএসজি মনে করে ‘এমবাপ্পের কোনো মর্যাদাবোধ নেই। দল নিয়ে কোনো ব্যাপারেই নাসের আল খেলাইফি নাক গলান না। লুইস এনরিকে নিজেও এ কথা বলেছেন। কিন্তু তারপরও এমবাপ্পে কিছু বললেই লোকজন সেটি সত্য ভেবে ছাপায়।’

গত মৌসুম শেষে জাপান ও দক্ষিণ কোরিয়ায় গ্রীষ্মকালীন সফরে গিয়েছিল পিএসজি। সেখানে এমবাপ্পে ক্লাবকে জানিয়েছিলেন, এ বছর তিনি পিএসজি ছাড়তে চান। এরপরই ক্লাব তাঁকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছিল। এবারের মৌসুমে লিগ আঁ ও ফ্রেঞ্চ কাপ জিতে পিএসজি ছেড়েছেন এমবাপ্পে। ফ্রি ট্রান্সফারে যোগ দিয়েছেন রিয়ালে। মাদ্রিদের ক্লাবটি তাঁর সঙ্গে ৫ বছরের চুক্তি করেছে, যা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।

লুক্সেমবার্গের বিপক্ষে প্রীতি ম্যাচটি আসলে ফ্রান্সের ২০২৪ ইউরোর শেষ প্রস্তুতি ম্যাচ। আপাতত জাতীয় দলের প্রতি দায়িত্ব পালনে মনোযোগী এমবাপ্পে সংবাদ সম্মেলনে পিএসজির প্রসঙ্গ শেষে বলেছেন, ‘অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব আছে। আমার মনে হয় এটার (রিয়ালে যাওয়া) কারণে জাতীয় দল ঢাকা পড়ে যাচ্ছে। আমি শুধু জাতীয় দল নিয়েই প্রশ্নের উত্তর দেব।’