যে কঠিন চ্যালেঞ্জের সামনে হান্সি ফ্লিকের বার্সেলোনা

বার্সেলোনার নতুন কোচ হানসি ফ্লিকফেসবুক

বার্সেলোনার ডাগআউটে দাঁড়ানোর কঠিন বাস্তবতাটা এরই মধ্যে হান্সি ফ্লিকের বুঝতে পারার কথা। মৌসুমের শুরুতেই যে বড় ধাক্কা খেয়েছেন। হুয়ান গাম্পার ট্রফিতে মোনাকোর কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে শিরোপা হাতছাড়া করেছে তাঁর দল বার্সা।

সেই হারের রেশ কাটার আগেই আজ রাতে নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন ফ্লিক। লা লিগায় আজ রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন আরেকটি যাত্রা শুরু করবেন জার্মান এই কোচ।

বার্সায় মাঠের চ্যালেঞ্জে মুখোমুখি হওয়ার আগে মাঠের বাইরেও কিছু প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে ফ্লিককে। যার মধ্যে অন্যতম খেলোয়াড় নিবন্ধন নিয়ে তৈরি হওয়া জটিলতা। যদি এই সমস্যার দ্রুত সমাধান না হয়, তবে সীমিত বিকল্পের ভেতর থেকেই দল বাছাই করতে হবে তাঁকে। পাশাপাশি মোনাকোর বিপক্ষে ম্যাচে হারার ধাক্কা সামলানোর বিষয়টি তো আছেই।

বার্সেলোনার অনুশীলনে কোচ হান্সি ফ্লিক
এএফপি

আর মাঠে ফ্লিকের বড় জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সেন্টারব্যাক পজিশন সুনিশ্চিত করা। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, ফ্লিক আন্দ্রেস ক্রিস্টিনসেনকে দেখতে চান ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে। সে ক্ষেত্রে রক্ষণে দেখা যেতে পারে ইনিগো মার্তিনেজকে। প্রশ্ন হচ্ছে, ইনিগোর সঙ্গে ডিফেন্সে জুটি বাঁধবেন কে?

এ ক্ষেত্রেও দুটি বিকল্প সামনে এসেছে। তাঁরা হলেন এরিক গার্সিয়া ও পাউ কুবারসি। এখন এ দুজনের মধ্যে ফ্লিক কাকে খেলাবেন, সেটা জানতে আরেকটু অপেক্ষা করতে হবে। বার্সার ফুলব্যাক পজিশন অবশ্য স্থিতিশীল আছে। জুলস কুন্দে এবং আলেহান্দ্রো বালদেকে দেখা যাবে দুই উইংয়ে। মিডফিল্ডেও বাছাই করার মতো কিছু খেলোয়াড় আছে ফ্লিকের হাতে। গাম্পার ট্রফির ম্যাচে ৪–৩–৩ ফর্মেশনে তিনি মিডফিল্ডে খেলিয়েছিলেন মার্ক বার্নাল, মার্ক কাসাদো এবং পাবলো তোরেকে। যদিও এই মিডফিল্ড সেদিন ফল এনে দিতে ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন

যে কারণে এখন তিনি অভিজ্ঞদের ওপরই ভরসা রাখবেন। সে ক্ষেত্রে দলের প্রয়োজনে ক্রিস্টিনসেনকে সেন্ট্রাল মিডফিল্ডেও দেখার সম্ভাবনা আছে। এর বাইরে ইলকাই গুনদোয়ান–পেদ্রিরা হবেন ফ্লিকের মূল অস্ত্র। এ ছাড়া ফ্রন্ট লাইনে যে তিনজনকে ফ্লিক খেলাবেন, তাঁরা হলেন রবার্ট লেভানডফস্কি, লামিনে ইয়ামাল ও রাফিনিয়া। দুই উইংয়ে রাফিনিয়া এবং ইয়ামাল খেলবেন। আর স্কোরারের ভূমিকায় থাকবেন লেভানডফস্কি। তবে এর বাইরে বার্সার বেঞ্চও বেশ শক্তিশালী। যেখানে প্রস্তুত থাকবেন দানি ওলমো, পাও ভিক্তর, ফারমিন লোপেজের মতো তারকারা।

সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক
এএফপি

এদিকে আজ রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে বার্সা কোচ ফ্লিক বলেছেন, ‘আমি এই ম্যাচের অপেক্ষায় আছি। আমি জানি ভ্যালেন্সিয়া দল হিসেবে অনেক কঠিন। এটা চ্যালেঞ্জিং ম্যাচ হবে।’

আরও পড়ুন