২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কুকুর নেওয়া নিয়ে ঝামেলা, এরপর বাঘের সঙ্গে ভিডিও ফাবিনিওর

লিভারপুল ছেড়ে সম্প্রতি সৌদি ক্লাব আল ইত্তিহাদে যোগ দিয়েছেন ফাবিনিওছবি : ইনস্টাগ্রাম

ফাবিনিওর সৌদি আরব যাত্রার পথে বাধা হয়ে এসেছিল তাঁর পোষা কুকুর। সেই সমস্যার সমাধান করে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদের সঙ্গে চার কোটি পাউন্ডের চুক্তি করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। এবার তিনি খবরে এসেছেন আল ইত্তিহাদের একটি কাণ্ডের কারণে।

ফাবিনিওর সঙ্গে চুক্তির বিষয়টি ঘোষণা দেওয়ার জন্য একটি ভিডিও তৈরি করেছে আল ইত্তিহাদ। সেই ভিডিও তারা নিজেদের টুইটারে দিয়েছে। ভিডিওতে বাঘের সঙ্গে দেখা গেছে লিভারপুলের সদ্য সাবেক তারকাকে। গলায় শিকল লাগানো একটি বাঘ ধরে রেখেছেন ফাবিনিও—এমন ভিডিওর শেষে লেখা ভেসে ওঠে, ‘বাঘের মতো ফাবিনিওকে স্বাগত।’

ফাবিনিও দুটি ফ্রেঞ্চ বুলডগ পোষেন। পোষা কুকুর দুটিকে ছাড়া সৌদি আরবে যেতে চাননি ব্রাজিলিয়ান মিডফিল্ডার। অন্যদিকে সৌদি আরবে ‘বিপজ্জনক এবং আক্রমণাত্মক’ কুকুর নিষিদ্ধ।

কিন্তু সব ঝামেলা মিটিয়ে কুকুর সঙ্গে নেওয়ার শর্ত সাপেক্ষেই ইত্তিহাদের সঙ্গে চুক্তি করেছেন ফাবিনিও। কোনো কিছুতে তাঁর এই হার নামানা মনোভাব বোঝাতেই নাকি সৌদি আরবের ক্লাবটি বাঘের সঙ্গে তাঁর ভিডিও দিয়েছে!

অ্যানফিল্ডে পাঁচ বছর কাটিয়ে সৌদি আরবের ফুটবলে নাম লেখানো ফাবিনিও লিভারপুলের সমর্থকদের উদ্দেশে আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আজ আমি আমার ঘর ছাড়ছি। জার্সিটা পাঁচ বছর ধরে পরেছি। এখানে সম্ভাব্য সেরা সম্মান আর আনন্দ পেয়েছি।’

সৌদি আরবে কুকুর নিয়ে যাওয়ার অনুমতি পেয়েছেন ফাবিনিও
ছবি : টুইটার

ফাবিনিও আরও লিখেছেন, ‘লিভারপুলে প্রথম দিন থেকেই আমি সবার আলিঙ্গন পেয়েছি। এই ক্লাবে আমি যা দেখেছি, এর মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হলো এখানকার মানুষের সম্পর্ক। এটা আমার কাছে পরিবারের মতো লেগেছে। এই পাঁচ বছরে আমি খেলোয়াড় আর মানুষ হিসেবে বেড়ে উঠেছি। আমি স্বপ্ন পূরণ করেছি এই জার্সি পরে। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, কারাবাও কাপ—সম্ভাব্য সব শিরোপা জিতেছি।’

আরও পড়ুন

যাওয়ার বেলায় আবেগী হয়ে ওঠা ফাবিনিও এরপর লিখেছেন, ‘আমি বলব, এখানে আমার হৃদয় আনন্দে উচ্ছ্বল ছিল। এই ক্লাবকে আমি ভালোবাসি। আমরা একসঙ্গে যা কিছু পেয়েছি, এর জন্য ধন্যবাদ। ইউ উইল নেভার ওয়াক অ্যালোন।’