আলাভেস ০: ৩ বার্সেলোনা
সাত দিন আগে এবারের লা লিগায় প্রথম হারের স্বাদ পেয়েছিল বার্সেলোনা। টানা সাত ম্যাচ জয়ের পর ওসাসুনার কাছে ৪-২ গোলে হেরেছিল কাতালান পরাশক্তিরা। সেই হারের পর চ্যাম্পিয়নস লিগে ইয়াং বয়েজকে ৫-০ গোলে উড়িয়ে বার্সা লা লিগাতেও জয়ে ফিরল। আজ আলাভেসের মাঠে আলাভেসকে ৩-০ গোলে হারিয়ে নবম ম্যাচে অষ্টম জয় পেল পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি।
সুইস ক্লাব ইয়াং বয়েজের বিপক্ষে জোড়া গোল করা রবার্ট লেভানডফস্কির আজ করেছেন হ্যাটট্রিক। সেই হ্যাটট্রিকটাও ম্যাচ শুরুর ৩২ মিনিটের মধ্যে পেয়ে গেছেন পোলিশ তারকা। লা লিগায় বার্সার ইতিহাসে এটি চতুর্থ দ্রুততম হ্যাটট্রিক। ৭ মিনিটে প্রথম গোল করা লেভা ২২ ও ৩২ মিনিটে পেয়েছেন পরের দুটি গোল।
লা লিগায় বার্সার দ্রুততম হ্যাটট্রিক
লেভা যদি জয়ের নায়ক হন, তবে এই ম্যাচে পার্শ্ব নায়ক রাফিনিয়া। ব্রাজিলিয়ান উইঙ্গারের পাস থেকেই প্রথম দুটি গোল করেছেন লেভা। ম্যাচের শুরু থেকেই আলাভেসের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে বার্সেলোনা। প্রথমার্ধে বার্সার এতটাই প্রাধান্য ছিল যে প্রথম ৪৪ মিনিটে বার্সার গোলে একটি শটও নিতে পারেনি স্বাগতিকেরা। এরপর একটি গোল করলেও অফসাইডের কারণে ভিএআর বাতিল করে সেই গোল। অফসাইডের কারণে গোল অবশ্য বাতিল হয়েছে বার্সেলোনারও। ৫ মিনিটেই বার্সাকে এগিয়ে দিয়েছিলেন রাফিনিয়া।
২ মিনিট পরেই রাফিনিয়ার ফ্রিকিকে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে নেন লেভা। ৩৬ বছর বয়সী লেভা দ্বিতীয় গোলটি করেন বাঁ প্রান্ত থেকে রাফিনিয়ার ক্রস থেকে। লেভা হ্যাটট্রিক পুরো করেন এরিক গার্সিয়ার পাস থেকে। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার হয়ে ১২ গোল করেছেন লেভা।
গোলের পর গোল করা লেভা হ্যাটট্রিকের পর প্রশংসায় ভাসালেন সতীর্থদের, ‘আমি অনেক ভালো পাস পেয়েছি, গোল করাটা তাই সহজই ছিল। আজ প্রথম মিনিট থেকেই ভালো খেলেছি আমরা। আমাদের চাওয়া ছিল আক্রমণ শানানো ও গোল করা।’
৯ ম্যাচে ২৪ পয়েন্ট বার্সার। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।