নাপোলি চ্যাম্পিয়ন হলে ভিসুভিয়াস আগ্নেয়গিরিতে যেতে মানা
নাপোলিকে সর্বশেষ ইতালিয়ান লিগ জিতিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। মাঝে ৩৩ বছর কেটে গেছে, এর মধ্যে ম্যারাডোনাও অনন্তলোকে পাড়ি জমিয়েছেন তিন বছর হয়ে গেল। নাপোলি আর লিগ জিততে পারেনি। দীর্ঘ এই অপেক্ষার মাঝেই নাপোলি–সমর্থকেরা কৌতুক করতেন, আবারও সিরি ‘আ’ জিততে পারলে উৎসব হবে মাউন্ট ভিসুভিয়াসে, যেখানে আছে আগ্নেয়গিরি। নাপোলি-সমর্থকদের সেই স্বপ্ন এখন সত্যি হওয়ার পথে।
আগামীকাল ঘরের মাঠে সালেরনিতানার মুখোমুখি হবে লুসিয়ানো স্প্যালেত্তির দল। নাপোলি ম্যাচটি জিতলে এবং টেবিলে দ্বিতীয় লাৎসিও ইন্টার মিলানের কাছে হারলে বা ড্র করলে তিন দশকের বেশি সময় ধরে জিইয়ে রাখা স্বপ্নটা সত্যি হবে সমর্থকদের। নাপোলি-সমর্থকদের উন্মাদনাটা তখন কেমন হতে পারে! তা আঁচ করতে পেরেই নড়েচড়ে বসেছে মাউন্ট ভিসুভিয়াস পর্বত দেখাশোনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। নাপোলি-সমর্থকদের তাঁরা সতর্ক করে দিয়েছেন।
নাপোলি-সালেরনিতানার ম্যাচটি হওয়ার কথা ছিল আজ। তবে সিরি ‘আ’ কর্তৃপক্ষ এটি রোববার সরিয়ে নিয়েছে। সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, নেপলস শহরের কর্তৃপক্ষ মনে করছে, নাপোলি চ্যাম্পিয়ন হওয়ার পর ইতালির দক্ষিণাঞ্চলের এ শহরের জনশৃঙ্খলা ভেঙে পড়তে পারে। তাই ম্যাচের সূচি এক দিন পেছানোর অনুরোধ করেছে তারা।
নেপলসের স্থানীয় প্রশাসনের (প্রিফেক্ট) দায়িত্বে থাকা ক্লদিও পালোম্বা বলেছেন, ‘শনিবার ম্যাচটি রাখলে আমাদের নিরাপত্তাব্যবস্থা দ্বিগুণ করতে হতো। সে জন্য আমরা নতুন কিছু ব্যবস্থা হাতে নিয়েছি।’ শনিবার নেপলসে কমিক বইয়ের বড় সম্মেলন আছে। কর্তৃপক্ষের শঙ্কা, এই সম্মেলন উপলক্ষে এমনিতেই প্রচুর জনসমাগম হবে শহরটিতে, তার ওপর নাপোলি চ্যাম্পিয়ন হলে সমর্থকদের উন্মত্ত উদ্যাপনে শৃঙ্খলা ভেঙে পড়তে পারে।
সালেরনিতানার মুখোমুখি হওয়ার পর উদিনেসের বিপক্ষে ম্যাচ আছে নাপোলির। সিরি ‘আ’ কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাচটি ২ মে থেকে ৪ মে-তে সরিয়ে নেওয়া হয়েছে। ৩১ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নাপোলি। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে লাৎসিও।
আগামীকাল বাংলাদেশ সময় বিকেলে ইন্টারের সঙ্গে ড্র করলে লাৎসিওর পয়েন্ট হবে ৬২। আর নাপোলি সালেরনিতানার মুখোমুখি হবে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। সে ম্যাচে জিতলে স্প্যালেত্তির দলের পয়েন্ট দাঁড়াবে ৮১। তখন ৬টি করে ম্যাচ থাকবে নাপোলি ও লাৎসিওর। এই ৬ ম্যাচের সব কটি জিতলেও নাপোলির সঙ্গে ১৯ পয়েন্টের ব্যবধান কমিয়ে শীর্ষে উঠতে পারবে না লাৎসিও। অর্থাৎ, সালেরনিতানার বিপক্ষে জিতলে ৩৩ বছর পর ইতালির শীর্ষ লিগের শিরোপা উঠবে নাপোলির ঘরে।
ক্লাবটির সমর্থকদের যেহেতু এই হিসাব আগেই করা আছে, তাই এখন উৎসবের প্রস্তুতি নিচ্ছে নেপলস শহর। আর তাই আগ্নেয়গিরি ভিসুভিয়াসে উদ্যাপনের প্রসঙ্গটি উঠেছে। ভিসুভিয়াস ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ ‘গভীর শঙ্কা নিয়ে’ সংবাদমাধ্যমে নাপোলি-সমর্থকদের উদ্যাপনের প্রস্তুতি নেওয়ার খবর জানতে পেরেছে।
নাপোলি-সমর্থকেরা ভিসুভিয়াসের অঞ্চলে ঢুকে আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাতের মতো উদ্যাপন করতে চান এবং ভিসুভিয়াসের জ্বালামুখে তিন রঙের ‘স্মোক বম্ব’ জ্বালিয়ে আলোকসজ্জার পরিকল্পনা করছেন—সংবাদমাধ্যম এমন প্রতিবেদন প্রকাশের পর ভিসুভিয়াস পার্কের কমিশনার রাফায়েলে দে লুকা বলেছেন, ‘উদ্যাপন অবশ্যই সীমারেখার মধ্যে থাকতে হবে এবং তা যেন নাগরিক আচরণের পরিপন্থী না হয়।’
ভিসুভিয়াস পার্ক কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, ‘পার্ক কর্তৃপক্ষ মনে করছে (উদ্যাপনের) এ পরিকল্পনা বিপজ্জনক এবং অসম্ভব।’ রাফায়েলে দে লুকা জানিয়েছেন, এমন কোনো উদ্যাপনের অনুমতি কর্তৃপক্ষ দেয়নি এবং ভিসুভিয়াসের জ্বালামুখকে ‘বিপজ্জনক জায়গা’ও বলেছেন।
নেপলস শহর থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে ভিসুভিয়াস আগ্নেয়গিরির অবস্থান। এটি ইউরোপ মহাদেশের একমাত্র জাগ্রত আগ্নেয়গিরি। খ্রিষ্টপূর্ব ৭৯ অব্দে ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতে রোমানদের পম্পেই নগরী সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। ১৯৯৫ সালে ভিসুভিয়াস অঞ্চলে ন্যাশনাল পার্ক স্থাপন করে জায়গাটি সংরক্ষণ করা হচ্ছে এবং লোকজনের যাতায়াতও সীমিত করা হয়। ভিসুভিয়াসের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা ১ হাজার ২৭৭ মিটার।