সুয়ারেজকে মেসির সতীর্থ হিসেবে কবে পরিচয় করিয়ে দেবে মায়ামি
বার্সেলোনায় লম্বা সময় সতীর্থ ছিলেন দুজন। পরে খেলার মাঠের সম্পর্ককে বন্ধুত্বেও রূপ দেন। এমনকি বিচ্ছিন্ন হওয়ার পরও একই সঙ্গে খেলে ফুটবলকে বিদায় জানানোর ইচ্ছা ছিল তাঁদের। বিদায় নেওয়াটা দূরবর্তী প্রসঙ্গ হলেও লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ যে আবার একসঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন, তা তো এখন সবারই জানা।
মেসি ছাড়াও মায়ামিতে বার্সার সতীর্থ সের্হিও বুসকেতস ও জর্দি আলবাকেও পাবেন সুয়ারেজ। গত ২২ ডিসেম্বর উরুগুয়েন স্ট্রাইকার সুয়ারেজকে দলে টানার বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। এবার কবে ও কোথায় সুয়ারেজকে সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে, সেটিও জানাল ফ্লোরিডার ক্লাবটি।
ইন্টার মায়ামির যোগাযোগ বিভাগের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, দলীয় অনুশীলনের পর সুয়ারেজকে সংবাদমাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে ১৩ জানুয়ারি। সেদিন থেকেই নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করবে ক্লাবটি।
মায়ামির এই অনুশীলন সেশন অনুষ্ঠিত হবে ডিআরভি পিএনকে স্টেডিয়াম–সংলগ্ন ফ্লোরিডা ব্লু ট্রেনিং সেন্টারে। স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে অনুশীলন শুরু করবেন মেসিরা। অনুশীলন শেষে বেলা ১১টা ৪০ মিনিটে সুয়ারেজকে পরিচয় করিয়ে দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। সুয়ারেজের সঙ্গে এ সময় দলের কোচ জেরার্দো মার্তিনোও উপস্থিত থাকবেন।
২০২০ সালে বার্সেলোনা ছেড়ে আতলেতিকো মাদ্রিদ ও নাসিওনাল হয়ে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে যোগ দেন সুয়ারেজ। অন্যদিকে মেসিও পরের বছর বার্সা ছেড়ে প্রথমে যান পিএসজিতে এবং তারপর যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। মেসি মায়ামিতে যাওয়ার পর থেকেই মূলত সুয়ারেজের এই ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল, যা এখন সত্যি। নতুন জুটিতে মেসি-সুয়ারেজ কী সাফল্য এনে দেন, সেটাই এখন দেখার অপেক্ষা।
তবে নতুন মৌসুম শুরুর আগে প্রাক্-মৌসুম প্রস্তুতিতে বিশেষভাবে মনোযোগ দিচ্ছে মায়ামি। এ মৌসুমে সম্ভাব্য সব শিরোপাকে পাখির চোখ করেছে তারা। প্রাক্–মৌসুমে মেসি-সুয়ারেজদের মায়ামি ম্যাচ খেলবে এফসি ডালাস, নেইমারের ক্লাব আল হিলাল, ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর, হংকং লিগ টিম, ভিসেল কোবে এবং মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজের সঙ্গে।