চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে রিয়াল মাদ্রিদ, শঙ্কায় সিটি ও আর বাদই–বা পড়েছে কারা

প্লে–অফ খেলা নিশ্চিত করেছ রিয়াল মাদ্রিদএএফপি

নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগ। ৩৬ দলের লিগ পর্ব। প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ ২৪টি দল যাবে নকআউট পর্বে। যাদের প্রথম আটটি সরাসরি সুযোগ পাবে শেষ ষোলোতে। নবম থেকে ২৪তম, এই ১৬ দলের আটটি প্লে-অফ শেষে যোগ দেবে শেষ ষোলোতে।

সাতটি করে ম্যাচ খেলে ফেলেছে সব দল। এদের মধ্যে লিভারপুল ও বার্সেলোনা নিশ্চিত করে ফেলেছে সরাসরি শেষ ষোলো খেলা। মঙ্গলবার পর্যন্ত নকআউট পর্ব নিশ্চিত হয়েছিল লিভারপুল-বার্সেলোনাসহ ১১ দলের। কাল রাতে অন্তত প্লে-অফ পর্ব খেলা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদসহ আরও সাতটি দল।

অন্য দিকে বিপদে পড়ে গেছে ম্যানচেস্টার সিটি। পিএসজির কাছে হেরে সেরা ২৪-এর বাইরে চলে গেছে পেপ গার্দিওলার দল। সিটিকে হারালেও এখনো প্লে-অফ নিশ্চিত হয়নি পিএসজির।

29 জানুয়ারি হবে লিগ পর্বের শেষ রাউন্ডের ম্যাচ।

নকআউট পর্বে যারা, আর কারাই–বা বাদ পড়েছে

শেষ ষোলো নিশ্চিত
লিভারপুল ও বার্সেলোনা
অন্তত প্লে-অফ নিশ্চিত
আর্সেনাল, অ্যাস্টন ভিলা, আতালান্তা, আতলেতিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ব্রেস্ত, সেল্টিক, বরুসিয়া ডর্টমুন্ড, ফেইনুর্ড, ইন্টার মিলান, জুভেন্টাস, লেভারকুসেন, লিল, এসি মিলান, মোনাকো ও রিয়াল মাদ্রিদ।
প্রথম পর্ব থেকে বিদায়
বোলোনিয়া, রেড স্টার, জিরোনা, লাইপজিগ, সালজবুর্গ, স্লোভান ব্রাতিস্লাভা,স্পার্তা প্রাগ, স্টুর্ম গ্রাৎস ও ইয়াং বয়েজ
আরও পড়ুন