মেসি বার্সেলোনা থেকেই অবসর নিতে চেয়েছিল, বললেন তেবাস
গত বছরের শুরুতে লিওনেল মেসি যখন পিএসজি ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সম্ভাব্য গন্তব্য হিসেবে সামনে এসেছিল তিনটি ক্লাবের নাম। আল হিলাল ও ইন্টার মায়ামির সঙ্গে শোনা যাচ্ছিল বার্সেলোনার কথাও। একপর্যায়ে মনে হচ্ছিল মেসি বার্সাতেও ফিরতে পারেন। বার্সা কোচ জাভি হার্নান্দেজ ও সভাপতি হোয়ান লাপোর্তাও মেসির ফেরা নিয়ে দিয়েছিলেন ইতিবাচক বার্তা।
তবে শেষ পর্যন্ত সবাইকে চমকে দিয়ে সম্ভাবনার তালিকায় সবচেয়ে পিছিয়ে থাকা ইন্টার মায়ামিকেই বেছে নেন মেসি। সে সময় মেসি বলেছিলেন, বার্সায় ফিরে পুরোনো তিক্ততা তিনি ফেরাতে চাননি। এবার মেসি বার্সায় না ফেরা নিয়ে কথা বলেছেন লা লিগা সভাপতি হ্যাভিয়ার তেবাস। তাঁরও মনে হয়েছিল মেসি হয়তো বার্সাতে খেলেই অবসরে যাবেন। যদিও তাঁর ধারণা শেষ পর্যন্ত সত্যি হয়নি।
সম্প্রতি কিক টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি–বার্সার পুনর্মিলনীর সম্ভাবনা নিয়ে তেবাস বলেছেন, ‘ব্যক্তিগতভাবে মেসি এবং বার্সার ইচ্ছার কারণে, আমার এটা (মেসি–বার্সা পুনর্মিলনী) কাছাকাছিই মনে হয়েছিল। যখন সেখানে এতটা টান আছে, তখন আসলে অনেক অর্থনৈতিক সমস্যা এক পাশে সরে যায়। আমি তাই এটাকে সম্ভব বলেই মনে করেছিলাম। খুব কাছাকাছিই মনে হচ্ছিল। আমি নিশ্চিত যে মেসিও চেয়েছিল বার্সা থেকে অবসর নিতে।’
এর আগে ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণা দিয়ে বার্সায় না ফেরার কারণ ব্যাখ্যা করে মেসি বলেছিলেন, ‘আমি বার্সেলোনাতেই ফিরতে চেয়েছিলাম। তবে এই ভয়ও ছিল, আগের ব্যাপারটা আবার ঘটতে পারে। সেখান থেকে বিদায়ের সময় যে পরিস্থিতির মধ্যে আমাকে যেতে হয়েছিল, সেই অবস্থার মধ্যে আবার পড়তে চাইনি। অন্যের হাতে নিজের ভবিষ্যৎ তুলে দিতে চাইনি।’
সে সময় মেসির বার্সায় না ফেরা নিয়ে কথা বলেছিলেন বার্সা কোচ জাভি, ‘পিএসজিতে গত দুই বছর একেবারেই ভালো সময় কাটাতে পারেনি মেসি। খুব সম্ভবত সে এখন আর সেই চাপ নিতে চাচ্ছে না। যে কারণে বার্সেলোনায় ফেরেনি।’