কোচের বিরুদ্ধে সাবিনাদের বিদ্রোহ চলছেই
সোমবার ঢাকায় এসে পরদিন সাফজয়ী মেয়েদের নিয়ে টিম মিটিং ডেকেছিলেন কোচ পিটার বাটলার। তাতে মেয়েরা অংশ নেননি। তাঁরা বিদ্রোহ করেছেন। ব্রিটিশ কোচের অধীন কোনো কার্যক্রমে অংশ নেবেন না বলে নিজেদের অবস্থানে অটলই আছেন সাবিনা খাতুনরা।
আজ সকালে বাফুফে ভবনে আসেন বাটলার। এরপর তিনি ভবন চত্বরে জিম সেশন করেন। সেখানে ১২ জন জুনিয়র খেলোয়াড় ছিলেন। সাবিনাসহ সিনিয়ররা কেউ জিম করেননি।
দুপুরে বাফুফে ভবন ছেড়ে যাওয়ার সময় সর্বশেষ পরিস্থিতি কী, তা জানতে চাইলে বাটলার প্রথম আলোকে বলেন, ‘আমার কিছু বলার নেই। এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।’
কখন মাঠের অনুশীন শুরু করবেন, প্রশ্ন করলে বাটলার বলেন, ‘এটা নির্ভর করবে মাঠের ওপর।’ কাল শুক্রবার কি অনুশীলন করবেন? ‘কাল জুম্মাবার’—ছোট্ট উত্তর ব্রিটিশ কোচের। শনিবার? এবার বাংলায় বলেন, ‘ইনশা আল্লাহ।’
১২ জনকে নিয়ে জিম করেছেন। অন্যরা জিমে আসেননি কেন, তা জানতে চাইলে বাটলারের কথা, ‘আমার কোনো ধারণা নেই। ১২ জন এসেছে। এটা খুব পজিটিভ।’ অন্যদের সঙ্গে কথা বলেছেন কি না, তা জানতে চাইলে উড়িয়ে গেছেন উত্তর। ‘আমার কোনো ধারণা নেই। আমি পেশাদার কোচ। পেশাদার অবস্থানেই আছি,’ এটা বলে বাফুফে ভবন ছেড়ে যান দ্রুত।
এর একটু পরই ভবনের নিচে দেখা গেল ডিফেন্ডার মাসুরা পারভীনকে। অনুশীলন বর্জন নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি সাংবাদিকদের প্রশ্নে।
কোচের সঙ্গে সাবিনা খাতুনদের দ্বন্দ্বের মধ্যেই গতকাল বিকেলে মেয়েদের নিয়ে বসেছিলেন বাফুফের নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার। জানা গেছে, মাহফুজা মেয়েদের পরিষ্কার জানিয়ে দেন, বাটলারের অধীনেই অনুশীলন করতে হবে। কোনো রকম বর্জন বা অন্য কিছু করা যাবে না। তবে শেষ খবর, মেয়েরা নিজেদের অবস্থান থেকে সরছেন না।
আপাতত মাঠ–সংকটের কারণে মাঠের অনুশীলন নেই মেয়েদের। কমলাপুর স্টেডিয়ামে নতুন টার্ফ বসানোর কাজ চলেছে। বাটলার আসার আগে বুয়েট মাঠে দু-এক দিন অনুশীলন হয়েছে। কিন্তু বুয়েট মাঠ শক্ত। বিকল্প হিসেবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করতে চান বাটলার। জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে যোগাযোগ করে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলনের চেষ্টা করছে বাফুফে।
বাটলারের সঙ্গে সাবিনা খাতুনদের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে গত অক্টোবরে কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপ চলার সময়। মিডফিল্ডার মনিকা চাকমা তখন বলেছিলেন, কোচ সিনিয়র খেলোয়াড়দের পছন্দ করেন না। তাঁর এ অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছিল বাংলাদেশ দলে। বাইরের কারও ইন্ধনে মেয়েরা এমন করছেন বলে অভিযোগ তোলেন বাটলার। সেই বাটলারের অধীনেই সাফ শিরোপা ধরে রাখে বাংলাদেশ।
কিন্তু সাফল্যের পরও মেয়েরা মেনে নিতে পারেননি বাটলারকে। বাটলারকে আর কোচ হিসেবে চান না তাঁরা। তবে বাফুফে সেটিকে গুরুত্ব না দিয়ে বাটলারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে। নতুন চুক্তির পর কোচ যখন কাজ শুরু করবেন, তখনই বেঁকে বসেছেন মেয়েরা।