‘এমবাপ্পের সমস্যা শারীরিক ও মানসিক’, বললেন ফ্রান্সের কোচ দেশম

রিয়ালের হয়ে খেললেও ফ্রান্স দলে নেই কিলিয়ান এমবাপ্পেএএফপি

গ্রীষ্মের শুরুতে কিলিয়ান এমবাপ্পে সম্ভবত এই গ্রহের সবচেয়ে সুখী মানুষদের একজন ছিলেন। শৈশব থেকে লালন করা স্বপ্ন পূরণ করে নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদে। সান্তিয়াগো বার্নাব্যুর দলটিতে তাঁর শুরুটাও হয়েছিল দারুণ—অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন, আতালান্তাকে হারিয়ে জিতেছেন উয়েফা সুপার কাপের শিরোপা।

কিন্তু কয়েক মাস পার করার পর এমবাপ্পের মনের অবস্থা আর সেই আগের মতো নেই। রিয়ালের হয়ে সর্বশেষ সাত ম্যাচে মাত্র একটি গোল পাওয়া এমবাপ্পে খেলছেন না ফ্রান্স দলেও। এটা নিয়েও আছে ধোঁয়াশা; কেউ বলছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম তাঁকে দলে নিচ্ছেন না, কেউ আবার বলছেন এমবাপ্পেই ইচ্ছা করে খেলছেন না জাতীয় দলে। এর মধ্যেই দেশম কাল নেশনস লিগে ইসরায়েলের সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচ শেষে বলেছেন—এমবাপ্পের সমস্যা শারীরিক ও মানসিক!

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম
রয়টার্স

এমবাপ্পে কেন তাঁর পরিকল্পনায় নেই—ফ্রান্সের সংবাদমাধ্যম টিএফওয়ানকে এই প্রশ্নের উত্তরে দেশম বলেছেন, ‘এটা বাস্তবতা যে সে কঠিন পরিস্থিতিতে আছে। নিশ্চিতভাবেই সে এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যেটা তার ক্যারিয়ারের জন্য সুখকর নয়।’

দেশম এরপর যোগ করেন, ‘সে (ফ্রান্সের হয়ে খেলতে) আসতে চেয়েছিল। আমি মনে করেছি, এই মুহূর্তে তাকে দলে না নেওয়াই ভালো। যে কেউই কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে পারে। একটা হচ্ছে শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যাও আছে।’

আরও পড়ুন

ফ্রান্সের হয়ে ৮৬ ম্যাচ খেলে ৪৮ গোল করা এমবাপ্পে রিয়াল মাদ্রিদের জার্সিতে এখন পর্যন্ত খেলা ১৬ ম্যাচে ৮ গোল করার পাশাপাশি সতীর্থদের দুটি গোলে সহায়তা করেছেন। আন্তর্জাতিক বিরতি শেষে রিয়াল মাদ্রিদ আবার মাঠে নামবে ২৪ নভেম্বর, লেগানেসের বিপক্ষে লা লিগার ম্যাচে। দেখা যাক, সেই ম্যাচ দিয়ে এমবাপ্পে নিজের আসল চেহারায় ফিরতে পারেন কি না।

আরও পড়ুন