মেসির ঘোষণার পর ইনস্টাগ্রামে ১২ ঘণ্টায় ৩৫ লাখ অনুসারী বেড়েছে ইন্টার মায়ামির
লিওনেল মেসি—এই নামের ওজন কতটা, তা আগেই টের পেয়েছে পিএসজি। ২০২১ সালে মেসি যোগ দেওয়ার পর ফ্রান্সের ক্লাবটির জার্সি বিক্রি হু হু করে বেড়ে গিয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও পিএসজির অনুসারীসংখ্যা বেড়েছিল প্রচুর।
আবার পিএসজির হয়ে মেসি শেষ ম্যাচটা খেলে ফেলার পর এক ধাক্কায় ক্লাবটির অনুসারীসংখ্যা কমেছে ৮ লাখ। সেই মেসি কাল নিজের ক্যারিয়ারে নতুন ক্লাবের নাম ঘোষণা করার পর ফুটবলপ্রেমীদের প্রতিক্রিয়া পাল্টায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ইন্টার মায়ামির অনুসারীসংখ্যা বাড়ছে হু হু করে।
বাংলাদেশ সময় কাল রাতে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগদানের ঘোষণা দেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তি ঘোষণাটি দেওয়ার আগে ইনস্টাগ্রামে ইন্টার মায়ামির অনুসারীসংখ্যা ছিল প্রায় ১০ লাখ।
‘মার্কা’ জানিয়েছে, মেসির ঘোষণার চার ঘণ্টার মধ্যে ইনস্টায় ১৩ লাখ অনুসারী পায় মায়ামি। স্প্যানিশ সংবাদমাধ্যমটি সোজাসাপটাই লিখেছে, খেলাধুলার ইতিহাসে খুব কম তারকাই জনতার ওপর এতটা প্রভাব রেখেছেন। এ ব্যাপারে মেসির সঙ্গে শুধু ক্রিস্টিয়ানো রোনালদোরই তুলনা চলে।
ইন্টার মায়ামির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই পার্থক্যটা বোঝা যায়। আজ এ প্রতিবেদন (দুপুর ১২টা ৩৩ মিনিট) লেখা পর্যন্ত ইনস্টায় মায়ামির অনুসারীসংখ্যা ছিল ৪৫ লাখ। অর্থাৎ, কাল বাংলাদেশ সময় আনুমানিক রাত ১টার দিকে মেসি ঘোষণাটা দেওয়ার পর এই ১২ ঘণ্টায় ইনস্টাগ্রামে মায়ামির অনুসারীসংখ্যা বেড়েছে প্রায় ৩৫ লাখ। ভাবা যায়!
মেজর লিগ সকারের (এমএলএস) দলগুলোর মধ্যে ইনস্টাগ্রামে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির অনুসারীসংখ্যা ছিল সবচেয়ে বেশি—প্রায় ১৪ লাখ। কিন্তু মেসির এক ঘোষণার পর ইনস্টায় এমএলএসের ক্লাবগুলোর মধ্যে অনুসারীসংখ্যায় মায়ামি যেন ভূমিধ্বস জয় পেয়েছে!
মেসি মায়ামিতে যোগ দেওয়ার ঘোষণা দেওয়ার পর ক্লাবটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার প্রভাব কতটা পড়েছে, তা এক টুইটে বুঝিয়েছেন জো পম্পলিয়ানো। ভদ্রলোক খেলাধুলাভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান ও সংবাদমাধ্যমে বিনিয়োগকারী গ্রুপ পম্প ইনভেস্টমেন্টসের প্রতিষ্ঠাতাদের একজন।
গতকাল বাংলাদেশ সময় ভোরের দিকে তিনি একটি টুইট করেন। মেসি নিজে মায়ামিতে যোগ দেওয়ার ঘোষণার আগে থেকেই ফ্র্যাঞ্চাইজি দলটিতে একটু একটু করে অনুসারীসংখ্যা বাড়ছিল। কারণ, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ নিয়ে নানাকিছু জানাচ্ছিলেন। স্প্যানিশ সংবাদকর্মী গিয়েম বালাগ যেমন গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যায়ই জানিয়ে দেন, ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন মেসি। মূলত বালাগের টুইটের পর থেকেই ভিড় বাড়ছিল মায়ামির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।
পম্পলিয়ানো নিজের টুইটের সময় থেকে আগের ৮ ঘণ্টার হিসাব কষেছেন। এই ৮ ঘণ্টায় মায়ামির ইনস্টগ্রামে নতুন অনুসারীসংখ্যা বেড়েছে ২১ লাখ। সংখ্যাটাকে এভাবে ব্যাখ্যা করেছেন পম্পলিয়ানো—এ সময়ের মধ্যে প্রতি ঘণ্টায় মায়ামিতে নতুন অনুসারীসংখ্যা বেড়েছে প্রায় ২ লাখ ৬২ হাজার ৫০০ জন করে। প্রতি মিনিটে তা ৪৩৭৫ জন এবং সেকেন্ডে ৭৩ জন করে নতুন অনুসারী পেয়েছে মায়ামির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।