গার্ড অব অনারে ১-১, রিয়াল ০-০ বেতিস
এক দল জিতেছে কোপা দেল রে। আরেক দলের সাফল্যের মুকুটে জ্বলজ্বল করছে লিগ শিরোপা। দুই দল মুখোমুখি হয়েছিল গতকাল, লিগের শেষ ম্যাচে। ম্যাচের ফলাফলের লিগে তেমন প্রভাব ফেলার কোনো সমীকরণ ছিল না, ম্যাচটাও শেষ হয়েছে গোলশূন্য ড্র-তে। তবে এই ম্যাচই চমক জাগিয়েছে আরেক কারণে। দুই দলই দুই দলকে গার্ড অব অনার দিয়ে অনন্য ইতিহাসেরই জন্ম দিয়েছে এই ম্যাচে।
স্প্যানিশ ফুটবলের রীতি অনুযায়ী, কোনো ক্লাব লিগ শিরোপা আগেই নিশ্চিত করে ফেললে সেই দল মৌসুমের বাকি ম্যাচগুলোয় প্রতিপক্ষের মাঠে ‘গার্ড অব অনার’ পায়। তবে এটি মূলত একটি প্রথা, কোনো বাধ্যগত নিয়ম নয়। যে কারণে গত সপ্তাহে আতলেতিকো মাদ্রিদ নগরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে গার্ড অব অনার দেয়নি। তবে গত রাতে রিয়াল মাদ্রিদকে গার্ড অব অনার দিয়েছে বেতিস।
তা শুধু তো লিগ শিরোপা নয়, এর বাইরে অন্য শিরোপা জিতলেও তো গার্ড অব অনার দেওয়ার কেতা আছে। ২০০৯ সালে বার্সেলোনা ক্লাব বিশ্বকাপ জেতায় তাদের ‘গার্ড অব অনার’ দিয়েছিল ভিয়ারিয়াল। ২০১৫ সালের জানুয়ারিতে ভ্যালেন্সিয়ার কাছে গার্ড অব অনার পেয়েছিল সেবার ক্লাব বিশ্বকাপ জেতা রিয়াল।
শুধু ক্লাব বিশ্বকাপ নয়, কোপা দেল রে জেতার কারণেও গার্ড অব অনার দেওয়া হয়। যে কারণে গত রাতে রিয়াল মাদ্রিদও গার্ড অব অনার দিয়েছে বেতিসকে। ফলে জন্ম নিয়েছে চমকপ্রদ এক দৃশ্যের। প্রথমে দেখা গেল, রিয়ালের খেলোয়াড়েরা দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়ালেন বেতিসকে গার্ড অব অনার দেওয়ার উদ্দেশ্যে, বেতিসের খেলোয়াড়েরা সে গার্ড অব অনার গ্রহণ করে আবার নিজেরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন, তখন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা হেঁটে বেতিসের কাছ থেকে গার্ড অব অনার নিলেন। এমন দৃশ্য কে দেখেছে কবে!
আপাত গুরুত্বহীন ম্যাচের সবচেয়ে বড় ঘটনা তাই এই দ্বৈত গার্ড অব অনারই হয়ে রইল। যে ম্যাচে গোলের ক্ষেত্রে দুই দল ০-০, সেখানেই গার্ড অব অনারে দুই দল ১-১!
ম্যাচটা হয়েছে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। ম্যাচে ড্র করে আরেক বিচিত্র রেকর্ডে নাম লিখিয়েছে বেতিস। এ নিয়ে টানা পাঁচ বছর লিগে বার্নাব্যুতে খেলতে এসে একটা গোলও হজম করেনি বেতিস। ইতিহাসে এমন রেকর্ড আর অন্য কোনো ক্লাবের নেই। রিয়ালের আরেকটা রেকর্ড হয়েছে, ১৯৮৩-৮৪ মৌসুমের পর এই প্রথমবারের মতো পুরো লিগ মৌসুম কোনো লাল কার্ড না দেখেই শেষ করল রিয়াল। সের্হিও রামোস ক্লাব ছাড়ার পর প্রথম মৌসুমেই এমন রেকর্ড—রামোসকে কেউ ফোঁড়ন কাটতেই পারেন!
লিগ জয় নিশ্চিত হয়েছে আগেই, গত রাতে সে আনন্দের পাশাপাশি বিদায়ের করুণ সুরও বেজেছিল রিয়ালের মাঠে। কিংবদন্তি লেফটব্যাক মার্সেলো, ওয়েলশ উইঙ্গার গ্যারেথ বেল ও স্প্যানিশ মিডফিল্ডার ইসকো আলারকনকে রিয়ালকে বিদায় জানিয়েছে।
ইসকো আর মার্সেলো তবুও মাঠে নেমে দর্শকদের বিদায়ী অভিবাদন দিয়েছেন, বেল সে সুযোগটুকুও পাননি।