চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে কি খেলতে পারবে ম্যানচেস্টার ইউনাইটেড

পয়েন্ট তালিকার শীর্ষ চারে থেকে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুম শেষ করার কোনো সম্ভাবনা নেই ম্যানচেস্টার ইউনাইটেডেররয়টার্স

মাঠে যাচ্ছেতাই সময় পার করছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ ছয় ম্যাচের মাত্র একটিতে জেতা ইউনাইটেড ছিটকে গেছে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার দৌড় থেকেও।

ঘরের মাঠ ওল্ড টাফোর্ড পরশু বার্নলির বিপক্ষে ১-১ গোলে ড্র করার পরই শঙ্কায় পড়ে ইউনাইটেডের চতুর্থ স্থান। পরে চেলসির বিপক্ষে অ্যাস্টন ভিলা ২-২ গোলে ড্র করায় নিশ্চিত হয় ইউনাইটেডের শীর্ষ চারের দৌড় থেকে ছিটকে পড়াও, যা ম্যানচেস্টারের দলটির চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে খেলার পথকেও রুদ্ধ করেছে।

জানিয়ে রাখা ভালো, চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে যেকোনো দুটি চ্যাম্পিয়নস লিগের জন্য একটি বাড়তি জায়গা পাবে। পঞ্চম স্থানে থাকা প্রিমিয়ার লিগের ক্লাবেরও চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ ছিল। কিন্তু ইউরোপিয়ান মঞ্চে টানা ব্যর্থতার কারণে সে সুযোগ প্রায় হাতছাড়া করে ফেলেছে ইউনাইটেড।

আগামী মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা নেই বললেই চলে
রয়টার্স

স্কাই স্পোর্টস এক প্রতিবেদনে জানিয়েছে, সম্ভাবনার নিরিখে প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানে থাকা ক্লাবের চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে খেলার সম্ভাবনা ১.১ শতাংশ।

এবার চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগে প্রিমিয়ার লিগের কোনো ক্লাবই সেমিফাইনালে উঠতে পারেনি। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। ইউরোপা লিগেও শেষ আট থেকে বিদায় নিয়েছে ওয়েস্ট হাম ও লিভারপুল। শুধু অ্যাস্টন ভিলা প্রিমিয়ার লিগের একমাত্র দল হিসেবে নিশ্চিত করেছে ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনাল। এতে উয়েফার গুণাঙ্ক পয়েন্ট তালিকায় ইতালি (১৯.৪২৮) ও জার্মানির (১৭.৯২৮) পেছনে পড়ে গেছে ইংল্যান্ড (১৭.৩৭৫)।

আরও পড়ুন

বড় ব্যবধানে এগিয়ে থেকে ইতালি থেকে বাড়তি একটি দলের চ্যাম্পিয়নস লিগে খেলা এরই মধ্যে নিশ্চিত হয়েছে। লড়াইটা এখন মূলত ইংল্যান্ড ও জার্মানির মধ্যে। যেখানে এখন পর্যন্ত এগিয়ে আছে জার্মানিই। ইংল্যান্ড থেকে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করতে হলে অ্যাস্টন ভিলাকে ইউরোপে নিজেদের সম্ভাব্য তিন (দুটি সেমিফাইনাল ও ফাইনাল) ম্যাচই জিততে হবে। পাশাপাশি তাকিয়ে থাকতে জার্মানির ক্লাবগুলোর সব ম্যাচে হারের দিকে।

ইংল্যান্ড থেকে শুধু অ্যাস্টন ভিলা এবারের উয়েফা আয়োজিত ক্লাব প্রতিযোগিতায় টিকে আছে
এএফপি

চ্যাম্পিয়নস লিগে এবার সেমিফাইনালে আছে দুই জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। ইউরোপা লিগে আছে এখন পর্যন্ত মৌসুমজুড়ে অপরাজিত থাকা বায়ার লেভারকুসেন। এ পরিস্থিতিতে জার্মান ক্লাবগুলো দুটি জয় পেলে কিংবা দুটি ড্র ও এক জয় পেলেই নিশ্চিত হবে গুণাঙ্ক পয়েন্ট তালিকায় জার্মানির দ্বিতীয় স্থানে থাকা।

সমীকরণের এই চিত্রই বলে দিচ্ছে, জার্মানিকে পেছনে ফেলে ইংল্যান্ডের দুইয়ে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে ম্যানচেস্টার ইউনাইটেডের আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার সম্ভাবনাও প্রায় শেষ। কারণ, বাকি ম্যাচগুলো দিয়ে লিগ টেবিলের পাঁচে উঠে আসার সুযোগ থাকলেও চারে থাকার কোনো সম্ভাবনা নেই এরিক টেন হাগের দলের।