৩১ ডিসেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে তীর-প্রথম আলো ক্রীড়া পুরস্কার–২০২১ অনুষ্ঠান। ২০২১ সালে দেশের ক্রীড়াঙ্গনের সেরাদের মধ্য থেকে বিচারকদের বিবেচনায় দেওয়া হবে বর্ষসেরা ক্রীড়াবিদ, বর্ষসেরা রানারআপ (দুজন), বর্ষসেরা নারী ক্রীড়াবিদ ও বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। একজন বরেণ্য ক্রীড়াব্যক্তিত্বকে দেওয়া হবে আজীবন সম্মাননা। এর বাইরে থাকবে পাঠকের ভোটে বর্ষসেরার পুরস্কারও।
পাঠকের ভোটে বর্ষসেরা নির্বাচনে অনলাইন, এসএমএস ও কুপনের মাধ্যমে অংশ নেন প্রথম আলোর ২২ হাজার ৬৫১ জন পাঠক। ২০ ডিসেম্বর প্রথম আলো কার্যালয়ে র্যাফল ড্রর মাধ্যমে তাঁদের মধ্যে থেকে বেছে নেওয়া হয় ১০ জন বিজয়ীকে। র্যাফল ড্রতে ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার নাবিব নেওয়াজ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপের তীরের ব্র্যান্ড ম্যানেজার রুবাইয়াৎ আহমেদ, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, ক্রীড়া বিভাগের প্রধান তারেক মাহমুদ, বিশেষ প্রতিনিধি মাসুদ আলম ও ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন বিভাগের মহাব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ। বিজয়ীরা পাবেন একটি করে স্মার্টফোন, তীরের পক্ষ থেকে গিফট হ্যাম্পার এবং ক্রীড়া পুরস্কার–২০২১ অনুষ্ঠান সরাসরি দেখার সুযোগ।
১০ বিজয়ী পাঠক: সাকিব হোসেন, কাশিয়াডাঙ্গা, রাজশাহী কোর্ট, রাজশাহী; মাসুম, কাজাইকাটা, নকলা, শেরপুর; আহমেদ মুস্তফা তাজিন, লক্ষ্মীবাজার, ঢাকা; শেখ মাকসুদ আলী, গরিব এ নেওয়াজ অ্যাভিনিউ, সেক্টর ১১, উত্তরা, ঢাকা; মনোজ কুমার সাহা, চাষাঢ়া, নারায়ণগঞ্জ; মৃণাল কান্তি চৌধুরী, ঝিলপাড়, লামাবাজার, সিলেট; সরকার মহিউদ্দিন হাসনাত, ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, ঢাকা; মিমুনা আক্তার মিম, শেখদী দনিয়া, জোন ৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা; মোহাম্মদ মাহমুদ, ৯৯ বিসিসি রোড, ঠাটারী বাজার, ঢাকা; আফরোজা বেগম, দক্ষিণ মুগদাপাড়া, বাসাবো, সবুজবাগ, ঢাকা।