২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

'সাকিব দুর্দান্ত এক অধিনায়ক'

ঢাকা ডায়নামাইটসের অনুশীলনে সাকিব আল হাসান ও আন্দ্রে রাসেল। ছবিঃ প্রথম আলো
ঢাকা ডায়নামাইটসের অনুশীলনে সাকিব আল হাসান ও আন্দ্রে রাসেল। ছবিঃ প্রথম আলো

ডোপ টেস্ট উত্তীর্ণ হতে না পারায় নিষেধাজ্ঞা জুটেছিল। গত বছর বিপিএল তাই আর খেলা হয়নি ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলের। এক বছরের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ক্যারিবীয় এই অলরাউন্ডারকে আবারও দলে ভিড়িয়েছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ঢাকা ডায়নামাইটস। ষষ্ঠ বিপিএল শুরু হওয়ার আগে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন রাসেল। আর তা করতে গিয়ে দলটির অধিনায়ক সাকিব আল হাসানকে প্রশংসায় ভাসিয়েছেন।

বিপিএল মানেই ঢাকার রাজত্ব। বর্তমানে ডায়নামাইটস নামে খেলা এ ফ্র্যাঞ্চাইজি বিপিএলের শিরোপা জিতেছে তিনবার। গতবার হয়েছে রানার্সআপ। সর্বশেষ ২০১৬ সালে ঢাকা চ্যাম্পিয়ন হয়েছিল। সে দলের সদস্য ছিলেন রাসেল।

টি-টোয়েন্টি দুনিয়ায় রাসেলের রাজত্ব অনেক বড়। ভারতের আইপিএল থেকে বাংলাদেশের বিপিএল, অস্ট্রেলিয়ার বিগব্যাশ আর নিজেদের ক্যারিবীয় লিগ—সবখানেই আছেন। আর বিভিন্ন লিগে বাংলাদেশের সাকিবের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। বিপিএলে সাকিব তো রাসেলের অধিনায়কই। অধিনায়ক হিসেবে সাকিবকে বড় সার্টিফিকেট দিয়েছেন রাসেল, ‘সাকিব খুব ভালো অধিনায়ক। আমি ওর সঙ্গে কলকাতা নাইট রাইডার্স আর জ্যামাইকা তালওয়াশেও খেলেছি। সে খুবই আক্রমণাত্মক খেলে। মাঝে মাঝে একটু রাগী আচরণও করে। অন্য অধিনায়কদের মধ্যেও এটা দেখা যায়। আমরা সবাই পেশাদার খেলোয়াড়। আমরা ব্যাটে বা বলে খারাপ করলে অধিনায়ক কঠিন প্রতিক্রিয়া দেখাতেই পারেন। আমাদের নিশ্চিত করতে হবে যতটা সহজ খেলা যায়। আমি জানি একজন অধিনায়ক হিসেবে সে সর্বোচ্চটাই দেবে।’

এবারের বিপিএল এ স্টিভেন স্মিথ, ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নারদের মতো তারকাদের খেলতে দেখা যাবে। সবাই একবাক্যে বলছেন টুর্নামেন্টের মান বেড়ে গিয়েছে অনেক এবং খেলাও হবে জমজমাট। বিষয়টি মানছেন রাসেলও, ‘খুব প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট হতে যাচ্ছে। কিছু খেলোয়াড় টুর্নামেন্টে বিশেষত্ব এনে দিয়েছে। দিন শেষে তাঁরা মানুষ। কিন্তু আমরা জানি বিশেষ করে ডি ভিলিয়ার্স এবং ডেভিড ওয়ার্নার কতটা ধ্বংসাত্মক হতে পারে। প্রতিপক্ষ হিসেবে আমাদের নিশ্চিত করতে হবে কত তাড়াতাড়ি তাঁদের আউট করা যায়। তাঁদের বিপক্ষে আমাদের বিশেষ পরিকল্পনা রাখতে হবে। কিন্তু এ টুর্নামেন্টের জন্য তাঁরা খুবই ভালো।’