হৃদ্যন্ত্রে বাইপাস লাগবে না সৌরভের
গতকাল শনিবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। ধমনিতে বসানো হয়েছে রিং। তবে তাঁর বাইপাস করা না লাগলেও হৃদ্যন্ত্রের ধমনিতে আরও দুটি রিং বসাতে হবে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর, এখন অনেকটাই ভালো আছেন তিনি। অক্সিজেন সাপোর্টও আর লাগছে না।
কলকাতার যে হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে, সে হাসপাতালের এক সূত্রের বরাতে একাধিক গণমাধ্যম জানিয়েছে, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অন্তত এক মাস সময় লাগতে পারে সাবেক ভারতীয় অধিনায়কের। তারা জানিয়েছে, রাতে ঘুম হয়েছে তাঁর। রক্তচাপ অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। সকালে ইসিজি রিপোর্টও নাকি তাঁর বেশ ভালোই এসেছে। আগামী কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে।
গতকাল শনিবার সকালে বাড়ির ট্রেডমিলে হাঁটার সময় বুকে ব্যথা অনুভব করেন বিসিসিআই সভাপতি। সঙ্গে সঙ্গেই কলকাতার একটি হাসপাতালে নেওয়া হয় তাঁকে। হাসপাতালে অবশ্য নিজেই যান। সেখানে এনজিওগ্রাফি করার তাঁর ধমনিতে তিনটি ব্লকেজ ধরা পড়ে। এর মধ্যে একটিতে ৯০ শতাংশ ও অন্য দুটিতে ৭০ শতাংশ করে।
এদিকে সৌরভের অসুস্থতার খবরে উদ্বেগ জানিয়েছেন অনেকেই। স্ত্রী ডোনা গাঙ্গুলীকে ফোন করে সৌরভের খবর নেন শচীন টেন্ডুলকার। সেই অনূর্ধ্ব-১৬ থেকে একসঙ্গে খেলছেন তাঁরা দুজন। দীর্ঘদিনের বন্ধু তাঁরা। সৌরভের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রখ্যাত সংগীত কিংবদন্তি লতা মঙ্গেশকর। সাবেক অধিনায়ক কপিল দেব টুইট করে শুভকামনা জানিয়েছে। বলেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো বাংলার বাঘ।’