সাকিবরা গাইলেন, 'ড্রাম-গিটার' বাজালেন!

কাল বাংলাদেশ দলের ড্রেসিংরুমে হঠাৎ হয়ে উঠল উৎসবমুখর। ছবি ফেসবুক থেকে নেওয়া
কাল বাংলাদেশ দলের ড্রেসিংরুমে হঠাৎ হয়ে উঠল উৎসবমুখর। ছবি ফেসবুক থেকে নেওয়া
বৃষ্টি বাগড়াই আফগানদের প্রস্তুতি ম্যাচটা শুরু হতে দেরি হচ্ছিল। সময়টা কাজে লাগাতে সাকিব-সৌম্য-মোসাদ্দেকরা হয়ে গেলেন গায়ক, বাদ্যযন্ত্রী, নৃত্যশিল্পী! গানের তালে হঠাৎই নেচে উঠল বাংলাদেশ দলের ড্রেসিংরুম। সাকিবরা শুধু ভালো ক্রিকেট খেলেন না, তাঁদের অন্য প্রতিভাও দেখা গেল দেরাদুনে।


বাইরে ঝুমবৃষ্টি। প্রস্তুতি ম্যাচটা আদৌ হবে কি না কে জানে! সময়টা অলস কাটছিল সবার। হঠাৎ দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ দলের ড্রেসিংরুম নেচে উঠল সুরের ছন্দে। ‘...হাইরে রাতের পর রাত জাগিয়া গান লিখিতাম, আবার সেই গানেরও সুরে তোরে খুঁজিয়া লইতাম। এখন একলা একলা সময়গুলো কাটায় কেমনে?’—গানের তালে সময়টা কিন্তু মোটেও খারাপ কাটেনি বাংলাদেশ দলের।

কাল যখন বৃষ্টি বাধায় আফগানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা শুরু হতে দেরি হচ্ছিল, তখন ইউটিউবের সৌজন্যে ছড়িয়ে পড়া অংকুর মাহমুদ ফিচারিং আরমান আলিফের গান ‘অপরাধী’র তালে খেলোয়াড়দের কেউ গায়ক হয়ে উঠলেন, কেউ হলেন ড্রামার, কেউবা নৃত্যশিল্পী! বাংলাদেশ দলের ড্রেসিংরুমটা তখন হয়ে গেছে ‘ওপেন এয়ার কনসার্টে’র মঞ্চ!

নাগিন নাচের আবিষ্কারক নাজমুল ইসলাম ব্যাটকে গিটারই বানিয়ে ফেললেন! বাঁহাতি স্পিনটা ভালো পারেন, এবার জানা গেল তাঁর নৃত্য প্রতিভা সম্পর্কেও। নাজমুলের সঙ্গে পাল্লা দিয়ে নাচলেন আরিফুল হক। ড্রেসিংরুমের বেঞ্চকে ‘ড্রাম’ বানিয়ে ফেললেন সাকিব আল হাসান। অধিনায়কের সঙ্গে ড্রামে ছিলেন আবু জায়েদ, সৌম্য সরকার, আবুল হাসান ও আরিফুল। মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, লিটন, মোসাদ্দেক হোসেন কণ্ঠ মেলালেন। আবু হায়দার তাল মেলালেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। দুর্দান্ত এই আয়োজনে দর্শকও তো দরকার। দর্শকের ভূমিকায় ছিলেন মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ। ড্রেসিরংমে গানের এ দৃশ্য সাকিবসহ বেশির ভাগ খেলোয়াড় প্রকাশ করেছেন নিজেদের ফেসবুক পেজে।

বাংলাদেশ দলের খেলোয়াড়েরা যে আনন্দে গানটা গেয়েছেন, তাতে বোঝার উপায় নেই মূল গানটা প্রেমিকা হারিয়ে বেদনায় পোড়া কোনো এক প্রেমিকের! বৃষ্টি বাধা পেরিয়ে শেষ পর্যন্ত ম্যাচটা হলেও আনন্দটা আর থাকেনি খেলোয়াড়দের। প্রস্তুতি ম্যাচে আফগানদের কাছে বড় ব্যবধানে হেরেছেন সাকিবরা। প্রস্তুতি ম্যাচ তো প্রস্তুতি ম্যাচই। কাল থেকে শুরু আসল ম্যাচে জিতে বাংলাদেশ দল আবারও এমন আনন্দের উপলক্ষ খুঁজে নিতে চাইবে।

গানের ভিডিও: