সাকিব কোথায় আলাদা, বললেন গিবস

গিবস বলছেন, মিঠুন-মোসাদ্দেকদের মনস্তাত্ত্বিক দিক দিয়েও উন্নতি করতে হবে। ছবি: প্রথম আলো
গিবস বলছেন, মিঠুন-মোসাদ্দেকদের মনস্তাত্ত্বিক দিক দিয়েও উন্নতি করতে হবে। ছবি: প্রথম আলো

৮ ম্যাচে ৭টিতেই হার। সিলেট থান্ডারের শেষ চারে জায়গা করে নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বিপিএল ঢাকা ও চট্টগ্রাম ঘুরে যখন সিলেটে এল, তখন টুর্নামেন্ট থেকে সিলেটের বিদায় নেওয়ার ঘণ্টা বেজে উঠেছে!

কদিন ধরেই দলের এ হতাশাজনক পারফরম্যান্সে বেশ বিরক্তই মনে হচ্ছিল প্রধান কোচ হার্শেল গিবসকে। আজ সকালে সিলেট জেলা স্টেডিয়ামে সিলেটের ঐচ্ছিক অনুশীলন শেষে সাংবাদিকদের সামনে এসে সব হতাশা ও বিরক্তি ভালোভাবেই প্রকাশ করলেন এই দক্ষিণ আফ্রিকান।

বিপিএল ড্রাফট থেকে শুরু করে বাংলাদেশি ক্রিকেটারদের ক্রিকেট জ্ঞান, ভাষাগত সমস্যা ও মানসিকতা নিয়ে কোনোরকম রাখঢাক না রেখেই সমালোচনা করলেন তিনি, ‘আমি ড্রাফটে ছিলাম না। আমাকে একটা স্কোয়াড দিয়ে দেওয়া হয়েছে। আমি (নিলামে) থাকলে দুজন বাঁহাতি ব্যাটসম্যানের খোঁজ করতাম, বাঁহাতি পেসার রাখতাম।’

স্থানীয় ক্রিকেটারদের ভাষাগত সমস্যা নিয়েও নিজের বিরক্ত লুকাননি গিবস, ‘স্থানীয় ক্রিকেটাররা বোঝে না আমি কী বলছি। এটা হতাশাজনক। আমি যখন কথা বলি, তখন আমি বুঝতে পারি যে ওরা আমার কথা কিছুই বুঝতে পারছে না।’

সাকিব
সাকিব

ম্যাচের অবস্থা বুঝে খেলা নিয়েও স্থানীয় ক্রিকেটাররা পিছিয়ে। নিজ দলের ওপেনার রুবেল মিয়ার উদাহরণ টেনে গিবস বললেন, ‘সেদিন ২৮ বলে ১৪ রান নিয়ে খেলছিল রুবেল। আমি টাইম আউটের সময় মাঠে গিয়ে তাঁকে বললাম, কী হচ্ছে, তুমি ২৮ বলে ১৪ রান করেছ। সে আমার দিকে তাকিয়ে মাথা নাড়ছিল। এটাই ম্যাচের পরিস্থিতি না বুঝে খেলার সবচেয়ে অন্যতম উদাহরণ বলা যায়। এখন ২০২০। ব্যাটসম্যান যদি না বোঝে যে ২৮ বলে ১৪ রানের পর তাঁকে দ্রুত কিছু রান নিতে হবে…আমি জানি না।’

সমালোচনার পাশাপাশি মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুনদের মতো ক্রিকেটারদের ক্রিকেটীয় দক্ষতার প্রশংসা করেছেন গিবস। কিন্তু তাদের নাম শুনতেই মাথায় আঙুল দিয়ে দেখিয়ে গিবস বলছিলেন, ‘দক্ষতা আছে ওদের। মোসাদ্দেক কতটা উন্নতি করতে চায় সেটা তাঁর ওপর নির্ভর করবে। মিঠুন দুটি ইনিংসে খুব ভালো গতিতে খেলেছে। ওরা খেলার মনস্তাত্ত্বিক দিকটায় যদি উন্নতি করতে পারে, তাহলে বড় পরিবর্তন দেখতে পাবেন।’

বাংলাদেশি ক্রিকেটারদের নানা সমস্যার কথা বললেন। কিন্তু সমাধানের উপায় কী? উদাহরণ হিসেবে এখানেও একজন বাংলাদেশি খেলোয়াড়ের কথাই বললেন। ম্যাচের পরিস্থিতি বুঝে খেলা ও মানসিকভাবে পরিণত ক্রিকেটারের উৎকৃষ্ট উদাহরণ হিসেবে সাকিব আল হাসানকে বেছে নিতে চান তিনি, ‘এই জন্যই সাকিব সবার চেয়ে আলাদা। খেলাটা বোঝার ক্ষেত্রে বাকিদের চেয়ে ভালো। এ জন্যই সে সব সময়ই ভালো করে আসছে।’