২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘রমিজ রাজা ক্রিকেটই বোঝেন না’

রমিজ রাজার ক্রিকেট জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন মোহাম্মদ হাফিজ।ফাইল ছবি

সরাসরি রমিজ রাজার নাম তিনি নেননি। তবে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, পাকিস্তানের সাবেক অধিনায়ক পিসিবির চেয়ারম্যান হয়েছেন ঠিকই, কিন্তু তিনি আদতে ক্রিকেটই বোঝেন না।

কথাগুলো মোহাম্মদ হাফিজের। সম্প্রতি ক্রিকেটকে বিদায় বলেছেন, এখন মুক্ত বিহঙ্গ। অনেক কিছুই বলতে পারেন। পিসিবির চেয়ারম্যানের সঙ্গে তাঁর পুরোনো শত্রুতাটা যে ভুলতে পারেননি, সেটিই বোঝা গেল। রমিজ রাজার পিসিবির প্রধান হওয়ার প্রক্রিয়াটাই নাকি পছন্দ না হাফিজের।

এর ব্যাখ্যাও দিয়েছেন হাফিজ, ‘আমি মনে করি, পিসিবির চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়াটাই বাজে। এমন একটা পদে একজনকে নিয়োগ দেওয়া হচ্ছে রাজনৈতিক বিবেচনায়। আমি মনে করি, পিসিবি চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের মাধ্যমে কারও আসা উচিত, নির্বাচনের মাধ্যমেই কেবল সবার জন্য গ্রহণযোগ্য কাউকে বেছে নেওয়া সম্ভব। এ পদে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিরা আদতে ক্রিকেটই বোঝেন না।’

পিসিবির চেয়ারম্যান হিসেবে রমিজ রাজার অর্জনও আছে
ফাইল ছবি

দুই বছর আগে রমিজ রাজার সঙ্গে হাফিজের সম্পর্কের চরম অবনতি হয়। রমিজ তখনো পিসিবি চেয়ারম্যান হননি। তিনি হাফিজের দলে থাকা না–থাকা নিয়ে কিছু বিরূপ মন্তব্য করেছিলেন। সে সময় হাফিজের জবাবটাও ছিল বোমা ফাটার মতো। হাফিজ বলেছিলেন, তাঁর ১২ বছরের ছেলেও নাকি রমিজ রাজার চেয়ে ভালো ক্রিকেট বোঝে।

মোহাম্মদ হাফিজের সঙ্গে দা–কুমড়ো সম্পর্কই রমিজের
ফাইল ছবি

সেই রমিজই যখন পিসিবি চেয়ারম্যান হলেন, তখন তাঁকে স্বাগতই জানিয়েছিলেন হাফিজ। গত অক্টোবরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের টি-টোয়েন্টি বিশ্বকাপেও হাফিজ ছিলেন পাকিস্তান ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য। সে সময় অনেকেই অবাক হয়েছে, যেখানে রমিজ রাজার সঙ্গে তাঁর সম্পর্ক এমন, হাফিজ কীভাবে দলে টিকে আছেন!

রমিজ রাজা পিসিবির প্রধান হওয়ার পর অবশ্য পাকিস্তান ক্রিকেটের বৃহস্পতি তুঙ্গেই দেখা যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দল সেমিফাইনালে খেলেছেন, পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টি—দুই সংস্করণেই সিরিজ জিতেছে। আন্তর্জাতিক ক্রিকেটের দূতিয়ালিটাও যে রমিজ রাজা ভালো করছেন, সেটি বোঝা যাচ্ছে। গত সেপ্টেম্বরে নিরাপত্তাহীনতাকে কারণ দেখিয়ে পাকিস্তান সফরে এসেও নিউজিল্যান্ড দেশে ফিরে যায়।

হাফিজের মতে, রমিজ রাজা ক্রিকেটই বোঝেন না
ফাইল ছবি

অনেকটা একই কারণেই পাকিস্তান সফর বাতিল করে ইংল্যান্ড। এ দুটি ব্যাপার বড় ধাক্কা হয়ে এলেও রমিজ সেটি সামলে নিয়েছেন। দুটি দলই খুব শিগগির পাকিস্তান সফর করবে বলে জানিয়ে দিয়েছেন। ২৪ বছর পর সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। জমজমাট ঘরোয়া ক্রিকেট, পিএসএল—রমিজ রাজার পাঁচ মাসের শাসনামলে সবকিছুই ঠিকঠাক।