মেজর চান্ডিমাল ও মেজর পেরেরাকে পরিচয় করিয়ে দিল শ্রীলঙ্কা সেনাবাহিনী
শ্রীলঙ্কা ক্রিকেট ‘ফিরি ফিরি’ করেও ফিরছে না। বহু আলোচনার পর সিরিজ পিছিয়ে দিয়েছে বাংলাদেশ। লঙ্কা প্রিমিয়ার লিগ আয়োজনের চেষ্টা করোনা আবার পিছিয়ে দিয়েছে। এর মাঝেই সুসংবাদ পেলেন থিসারা পেরেরা ও দিনেশ চান্ডিমাল। এই দুই লঙ্কান ক্রিকেটার আজ মেজর পদমর্যাদা পেয়েছেন শ্রীলঙ্কান সেনাবাহিনীতে।
লঙ্কান সেনাবাহিনী তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সেনাবাহিনী প্রধান ও নিরাপত্তা বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল শভেন্দ্র সিলভা শ্রীলঙ্কান সেনাবাহিনীর স্বেচ্ছাসেবী বাহিনীতে যুক্ত হওয়া এই দুই ক্রিকেটারকে নিজ হাতে মেজর র্যাঙ্ক পরিয়ে দিয়েছেন। সেনাবাহিনীর সদর দপ্তরে আজ সকালে আনুষ্ঠানিকভাবে মেজর পদে উন্নীত হয়েছেন পেরেরা ও চান্ডিমাল।
গাজাবা রেজিমেন্টে যোগ দেওয়া মেজর থিসারা পেরেরা এই রেজিমেন্টে ক্রিকেটে প্রসারে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ওদিকে শ্রীলঙ্কার ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচে নেতৃত্ব দেওয়া মেজর দিনেশ চান্ডিমাল শ্রীলঙ্কা সেনাবাহিনীর অর্ডেন্স কর্পস রেজিমেন্টে যোগ দিয়েছেন।
চান্ডিমাল লঙ্কান সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়েছেন ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর। স্বেচ্ছাসেবী কমিশন্ড কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন চান্ডিমাল। এ সুবাদে চাইলেও শ্রীলঙ্কা আর্মি ক্লাবের হয়ে খেলার সুযোগ আছে তাঁর। এ বছরের আগস্টে আর্মি স্পোর্টস ক্লাবের হয়ে খেলতে নেমেই দেশটির প্রথম শ্রেণির ক্রিকেটের রেকর্ড ৩৫৪ রানের ইনিংস খেলেছিলেন চান্ডিমাল। ২৭ আগস্টের পর থেকেই অবশ্য আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা হচ্ছে না চান্ডিমালের। আর পেরেরা তো সর্বশেষ ক্রিকেট খেলেছেন সেই মার্চে। করোনার কারণে সব খেলা স্থগিত হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার হয়ে মাঠে নেমেছিলেন এই অলরাউন্ডার।