বড় হারে শুরু হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিশ্বকাপ ধরে রাখার অভিযান। আজ ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ‘এ’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
টস জিতে ব্যাটিং বেছে নেওয়া বাংলাদেশের যুবার অলআউট ৯৭ রানেই। ৫১ রানে ৯ উইকেট খোয়ানো দলটির স্কোর ১০০ ছুঁই ছুঁই হয়েছিল ১১ নম্বর ব্যাটসম্যান রিপন মণ্ডলের ইনিংস সর্বোচ্চ অপরাজিত ৩৩ রানের সৌজন্যে। ৯৮ রানের লক্ষ্যটা ২৫.১ ওভারে ৩ উইকেট হারিয়েই পেরিয়ে যায় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। ইংলিশদের উদ্বোধনী ব্যাটসম্যান জ্যাকব বেথেল করেছেন সর্বোচ্চ ৪৪ রান।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলাররা ২৬ রানেই তুলে নিয়েছিলেন ইংলিশদের প্রথম ২ উইকেট। এরপর ৬৫ রানের জুটি গড়ে বাংলাদেশের যুবাদের হতাশ করেন বেথেল ও জেমস রিউ। বেথেল রানআউট হয়ে গেলেও রিউ অপরাজিত ছিলেন ২৬ রানে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক বাঁহাতি স্পিনার রকিবুল হাসান ও পেসার রিপন মণ্ডল নিয়েছেন ১টি করে উইকেট।
আগামী বৃহস্পতিবার সেন্ট কিটসের কোনারি স্পোর্টস ক্লাবে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ কানাডা অনূর্ধ্ব-১৯ দল।