বোর্ডের সঙ্গে ঝামেলা নিয়ে ভাবছেন না পেরেরা
শীর্ষস্থানীয় ক্রিকেটারদের সঙ্গে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সম্পর্ক ভালো যাচ্ছে না। পারফরম্যান্সভিত্তিক নতুন কেন্দ্রীয় চুক্তির পদ্ধতি নিয়ে ঝামেলা দিন দিন আরও খারাপ হচ্ছে। এ নিয়ে আলোচনার মধ্যেই কাল বাংলাদেশের বিপক্ষে আইসিসি ওয়ানডে সুপার লিগের ম্যাচ খেলতে নামবে শ্রীলঙ্কা।
আপাতত বোর্ডের সঙ্গে ঝামেলা নিয়ে না ভেবে ক্রিকেট খেলায় মনোযোগ দেওয়ার কথা বলেছেন দলের অধিনায়ক কুশল পেরেরা। অনলাইন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা চুক্তি–সম্পর্কিত চলমান সমস্যা নিয়ে চিন্তা করতে চাই না। আমাদের মনোযোগ এখন সিরিজে।’
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের নতুন চুক্তিতে বিভিন্ন বিষয়ে পয়েন্টের ভিত্তিতে খেলোয়াড়দের বিভিন্ন শ্রেণিতে ভাগ করার কথা বলা আছে। চারটি ক্যাটাগরির ১২টি ভাগে মোট ২৪ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ গতবারের চুক্তিবদ্ধ ক্রিকেটার ছিল ৩২ জন। নতুন চুক্তিতে খেলোয়াড়দের আয়ও ৪০ শতাংশ কমার সম্ভাবনা রয়েছে।
নতুন চুক্তির বিরোধিতা করেছে তালিকার থাকায় ২৪ ক্রিকেটারের প্রত্যেকেই। পেরেরার প্রত্যাশা, দ্রুতই এই সমস্যার সমাধান হবে, ‘এটা আমাদের সবার জন্যই দুশ্চিন্তার বিষয়। আশা করি দ্রুতই এই সমস্যার সমাধান হবে।’
মাঠের বাইরের বিতর্কের বাইরেও অনেক কিছু নিয়ে ভাবতে হচ্ছে পেরেরাকে। তারুণ্যনির্ভর দল নিয়ে অভিজ্ঞ বাংলাদেশের বিপক্ষে তাদেরই ঘরের মাঠে লড়াই করার চ্যালেঞ্জটা নিতে হবে পেরেরার দলকে। ইনিংসের শেষ দিকের বোলিং টিম ম্যানেজমেন্টের বড় দুশ্চিন্তার বিষয়। পেরেরা অবশ্য বলেছেন এ নিয়ে ভেবে রেখেছেন তাঁরা, ‘আমাদের ডেথ ওভার নিয়ে পরিকল্পনা আছে। আশা করি যারা আছে, ওরা অভিজ্ঞতা অর্জন করলে ভালো করবে। আমরা শুরুতেই নিখুঁত পারফরম্যান্স প্রত্যাশা করতে পারি না।’
বাংলাদেশ দল স্পিন দিয়ে ম্যাচ নিয়ন্ত্রণ করতে চাইবে বলে ধারণা পেরেরার। গত কয়েক সিরিজে বাংলাদেশ ফিল্ডিংয়ের কারণে বেশ কিছু ম্যাচ হেরেছে। সফরকারীরা সেদিকেও চোখ রাখছে, ‘আমরা জানি বাংলাদেশের অন্যতম শক্তি তাদের স্পিন। আমরা স্পিনের জন্য তৈরি উইকেটই প্রত্যাশা করছি। আমি মনে করি ফিল্ডিং বড় প্রভাব ফেলবে।’