বিদায়, শেন ওয়ার্ন

ভিক্টোরিয়ার সন্তান শেন ওয়ার্নের অসংখ্য স্মৃতি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। সেখানে আজ রাষ্ট্রীয়ভাবে শেষ বিদায় জানানো হলো অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনারকে। গত ৪ মার্চ ৫২ বছর বয়সে থাইল্যান্ডে মারা যান ওয়ার্ন। স্পিন-জাদুকরের বর্ণিল জীবনের উদ্‌যাপনে ছিল হাসি, কান্না সবই!
১ / ১৮
অনুষ্ঠানের জন্য প্রায় ৫০ হাজার টিকিট উন্মুক্ত করে দেওয়া হয়েছিল
এএফপি
২ / ১৮
‘ইউ হ্যাভ বিন ওয়ার্নড’
রয়টার্স
৩ / ১৮
শুরুতে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত গান ডন ব্র্যাডম্যানের নাতনি গ্রেটা ব্র্যাডম্যান
এএফপি
৪ / ১৮
সাবেক স্ত্রী সিমোন কালাহান
এএফপি
৫ / ১৮
এসেছিলেন অফ স্পিনার নাথান লায়ন
এএফপি
৬ / ১৮
ওয়ার্নকে শেষবিদায় জানাতে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন (মাঝে), এসেছিলেন সাবেক প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডও (ছবিতে নেই)
এএফপি
৭ / ১৮
সস্ত্রীক গ্লেন ম্যাকগ্রা, সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ
এএফপি
৮ / ১৮
মাইকেল ক্লার্ক, গ্লেন ম্যাকগ্রা, মার্ক টেলর, অ্যালান বোর্ডার, মার্ভ হিউজ, নাসের হুসেইন...
এএফপি
৯ / ১৮
‘আমরা যেমন ভালোবাসতাম, পুরো বিশ্ব আমাদের ছেলেকে সেভাবে ভালোবেসেছে বলে আমরা কৃতজ্ঞ।’ -বাবা কিথ ওয়ার্ন
এএফপি
১০ / ১৮
স্মৃতিচারণায় (বাঁ থেকে) সাবেক দুই অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালান বোর্ডার ও মার্ক টেইলর, মার্ভ হিউজ, সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইন ও সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্রায়ান লারা
এএফপি
১১ / ১৮
ভিডিওবার্তায় ওয়ার্নকে নিয়ে বলছেন শচীন টেন্ডুলকার
এএফপি
১২ / ১৮
ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন ৫০ হাজারের বেশি মানুষ
এএফপি
১৩ / ১৮
ওয়ার্নের জন্য ব্রিটিশ গায়ক ও বন্ধু এড শিরানের গান। গান উৎসর্গ করেছেন এল্টন জন, কোল্ডপ্লে-র ক্রিস মার্টিনও।
এএফপি
১৪ / ১৮
‘এর চেয়ে ভালো একজন ভাই আর কই পেতাম! সে আমার বন্ধু ছিল, আরো ভালো একজন মানুষ বানিয়েছে আমাকে’, ভাই জেসনের কথায়।
এএফপি
১৫ / ১৮
ভিডিওবার্তা পাঠিয়েছিলেন সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আকরাম
এএফপি
১৬ / ১৮
ওয়ার্নের প্রিয় গান শুনিয়েছেন নিউজিল্যান্ডের গায়ক জন স্টিভেনস
এএফপি
১৭ / ১৮
ওয়ার্নের তিন সন্তান- ব্রুক, সামার ও জ্যাকসন
এএফপি
১৮ / ১৮
১৯৮২ সালে ভাইয়ের সঙ্গে এই গ্যালারিতে বসেই প্রথম টেস্ট দেখেছিলেন শেন ওয়ার্ন। আজ আনুষ্ঠানিকভাবে সেই গ্রেট সাউদার্ন স্ট্যান্ডের নামকরণ করা হলো শেন ওয়ার্ন স্ট্যান্ড। যেটির পর্দা তুললেন শেন ওয়ার্নের তিন সন্তান।
এএফপি