বাংলাদেশের বিপক্ষে বোলার সংকটে শ্রীলঙ্কা

দ্বিতীয় ইনিংসে বোলার একজন কম পাচ্ছে শ্রীলঙ্কা।ছবি: এএফপি

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে পড়েছেন শ্রীলঙ্কান ফাস্ট বোলার লাহিরু কুমারা। পাল্লেকেলে টেস্টের তৃতীয় দিন ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠ ছাড়েন তিনি।

পরে গতকাল এমআরআই করা হলে রিপোর্টে চোট ধরা পড়ে এই ফাস্ট বোলারের। এই টেস্টে আর বোলিং-ব্যাটিং করার সম্ভাবনা নেই তাঁর। ছিটকে পড়েছেন ২৯ এপ্রিলের দ্বিতীয় টেস্ট থেকেও।

পাল্লেকেলে টেস্টের প্রথম ইনিংসে ২৮ ওভার বোলিং করেন কুমারা। ৮৮ রানে পেয়েছেন নাজমুল হোসেনের উইকেট।

সতীর্থদের খেলা দেখেই পাল্লেকেলে টেস্ট পার করতে হবে কুমারাকে (ডানে)।
ছবি: এএফপি

শ্রীলঙ্কা প্রথম টেস্টের জন্য এমনিতেই একাদশ সাজিয়েছিল চার বিশেষজ্ঞ বোলার নিয়ে। তিন পেসারের মধ্যে কুমারা ছিটকে পড়ায় সুরাঙ্গা লাকমল ও বিশ্ব ফার্নান্ডোকে দ্বিতীয় ইনিংসে বাড়তি চাপ নিতে হবে। হাত ঘোরাতে হবে গত কিছুদিনে ধার হারিয়ে ফেলা বোলার ধনঞ্জয়া ডি সিলভাকেও।

দ্বিতীয় টেস্টের জন্য বদলি পেসার হিসেবে সুযোগ পেতে পারেন আসিথা ফার্নান্ডো। তরুণ বাঁহাতি দিলশান মাধুশঙ্কাও আছেন শ্রীলঙ্কার ১৮ সদস্যের দলে। পেসারের জায়গায় স্পিনার খেলাতে চাইলে দলে আছেন প্রভিন জয়বিক্রমা।

গত পাঁচ মাসে এ নিয়ে দ্বিতীয়বার চোটে পড়লেন কুমারা। গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের বক্সিং ডে টেস্টের মাঝপথে কুঁচকির চোটে ছিটকে পড়েন তিনি। এরপর চলমান বাংলাদেশ সিরিজ দিয়েই তাঁর ক্রিকেটে ফেরা।