বাংলাদেশ নারী ক্রিকেট দলের তিনজন কোভিড পজিটিভ
বাংলাদেশ নারী ক্রিকেট দলের এক ক্রিকেটার ও দুই সাপোর্টস্টাফের করোনা ধরা পড়েছে। তাঁদের ছাড়াই আজ বেলা একটায় নিউজিল্যান্ডের উদ্দেশে বিশ্বকাপগামী বিমান ধরবেন নারী দলের বাকি সদস্যরা। যাঁরা করোনা পজিটিভ হয়েছেন, তাঁদের ৮ দিন আইসোলেশনে থাকতে হবে। বিসিবির এক সূত্র বিষয়টি জানিয়েছে।
নিউজিল্যান্ডে পৌঁছে বাংলাদেশ দলের বাকি সদস্যদের ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন করতে হবে। বিশ্বকাপ প্রস্তুতির কথা মাথায় রেখে অনেক সময় হাতে নিয়ে নিউজিল্যান্ড যাচ্ছেন বাংলাদেশের মেয়েরা। মূল টুর্নামেন্টের আগে বাংলাদেশ দল আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। তার আগে নিউজিল্যান্ডের স্থানীয় দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করেছে বিসিবি। এর বাইরে আরও একটি ম্যাচ আয়োজনের চেষ্টার কথা জানিয়েছেন বিসিবি নারী বিভাগের প্রধান শফিউল আলম।
আগামী ৪ মার্চ নিউজিল্যান্ডে শুরু হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৫ মার্চ ডানেডিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ৭ মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন নিগার সুলতানারা। এরপর ১৪ মার্চ হ্যামিল্টনে পাকিস্তান, ১৮ মার্চ তাওরাঙ্গায় ওয়েস্ট ইন্ডিজ, ২২ মার্চ হ্যামিল্টনে ভারত, ২৫ মার্চ ওয়েলিংটনে অস্ট্রেলিয়া ও ২৭ মার্চ একই ভেন্যুতে ইংল্যান্ডের মুখোমুখি হবেন বাংলাদেশের মেয়েরা। ৩ এপ্রিল ক্রাইস্টর্চাচে বিশ্বকাপের ফাইনাল।