পাকিস্তান ফেরত পাইলটকে সেলাম ঠুকছেন কোহলিরা
অভিনন্দন বর্তমান ফিরেছেন দেশে। গতকালই ভারতের এই পাইলটকে ফিরিয়ে দিয়েছে পাকিস্তান। আগামী কিছুদিন নিয়মমাফিক কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে তাঁকে। পাকিস্তানি কোনো গোপন নজরদারির যন্ত্র শরীরে বসানো হয়েছে কি না, অথবা মানসিকভাবে আবারও বাহিনীতে যোগ দেওয়ার মতো অবস্থায় আছেন কি না, সে সব পরীক্ষা করা হবে। তবে ভারতের জনগণের এ নিয়ে মাথা ব্যথা নেই। নিজেদের নায়ককে ফিরে পেয়েই সন্তুষ্ট তাঁরা। এ নায়ককে প্রশস্তিতে ভাসাচ্ছে সবাই।
ভারতীয় ক্রিকেট বোর্ডই অভিনন্দনকে সবচেয়ে বড় উপহার দিয়েছে। ভারতের জার্সির গায়ে তাঁর নাম ও পদবি লিখে দিয়ে তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছে। তাঁকে স্বাগত জানিয়ে লিখেছে, ‘অভিনন্দন নিজ ঘরে স্বাগতম। তুমি আকাশে রাজত্ব কর, তুমি আমাদের হৃদয়ও জয় করেছ। তোমার সাহস ও মর্যাদা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’
বিরাট কোহলিও অভিনন্দন স্তুতিতে কম যাননি। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামার আগে টুইট করতে ভোলেননি, ‘আসল নায়ক। আপনার সামনে নতজানু হই। জয় হিন্দ। সাবেক কোচ অনিল কুম্বলের টুইটেও স্বাগতম ধনি, আমরা আপনার সাহসকে সালাম ঠুকি।’ শচীনের বার্তাটিও প্রায় একই ঘরানার, ‘একজন হিরো শুধু চারটি অক্ষরের (ইংরেজি বানান) চেয়েও বেশি। তাঁর সাহস, নিঃস্বার্থ আচরণ ও উদ্যম দিয়ে এই নায়ক আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখায় শিক্ষা দিলেন। নিজ ঘরে স্বাগতম অভিনন্দন, জয় হিন্দ।’
পাকিস্তানে বিমান বিধ্বস্ত হয়ে ধরা পড়া অভিনন্দন প্রায় তিন দিন আটকা ছিলেন। তাঁর ধরা পড়ার দৃশ্য ও স্থানীয় লোকজনের কাছে অপদস্থ হওয়ার ঘটনায় দুশ্চিন্তায় সময় কাটিয়েছেন ভারতীয়রা। তাই তাঁর মুক্তিতে স্বস্তি প্রকাশ করেছেন আরও বহু তারকা। গৌতম গম্ভীরের টুইটেই পরিষ্কার কতটা শঙ্কায় ছিলেন তাঁরা, ‘আমাকে স্বীকার করতেই হবে তাঁর প্রত্যাবর্তনের আগে খুবই দুশ্চিন্তায় ছিলাম। আমি খুশি ভারত তার সন্তানকে ফিরে পেয়েছে।’ এসব ব্যাপারে বরাবরই উচ্চকণ্ঠ বীরেন্দর শেবাগও বা বাদ যাবেন কেন? ‘তোমার মতো একজনকে পেয়ে আমরা গর্বিত। তোমার দক্ষতার সামনে নতজানু হই, আরও বেশি হই তোমার দৃঢ়তার সামনে। আমরা তোমাকে ভালোবাসি এবং তোমার কারণে গর্বে বুকটা ফুলে উঠছে।’
রোহিত শর্মার প্রশংসাও আনন্দে ভাসাবে অভিনন্দনকে, ‘মাতৃভূমিতে স্বাগতম। উইং কমান্ডার অভিনন্দন সাহসের অন্য নাম।’