পন্ত–জাদেজার জুটি টেস্টে ডি ভিলিয়ার্সের দেখা ‘সেরা প্রতিআক্রমণ’

এজবাস্টন টেস্টে দারুণ এক প্রতিআক্রমণের নজির গড়লেন পন্ত–জাদেজাছবি: এএফপি

বাড়িতে ছিলেন না এবি ডি ভিলিয়ার্স। কিন্তু বাড়ি ফিরেই তাঁর মনে হয়েছে, দারুণ কিছু মিস করে ফেলেছেন। এজবাস্টনে ইংল্যান্ড–ভারত টেস্টের চমৎকার কিছু মুহূর্ত তাঁর দেখা হয়নি। প্রথম দিনে বিপর্যয়ের মধ্যে ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজা যেভাবে ভারতকে ম্যাচে ফিরিয়েছেন, সেটি অবিস্মরণীয়ই।

ষষ্ঠ উইকেট জুটিতে ২২২ রানের জুটি গড়েন দুজন। পন্ত খেলেন ১৪৬ রানে ইনিংস, জাদেজার ব্যাট থেকে এসেছে ১০৪। ডি ভিলিয়ার্স এই জুটির ব্যাটিংয়ের হাইলাইটস দেখে মুগ্ধ। দুজনের জুটিকে টেস্টে তাঁর দেখা সেরা প্রতিআক্রমণই বলছেন ডি ভিলিয়ার্স।

চাপের মুখে পন্তের শতক ছিল দুর্দান্ত
ছবি: এএফপি

টুইটারে এই জুটি সম্পর্কে ডি ভিলিয়ার্স লিখেছেন, ‘আমি বাড়ি ছিলাম না। এজবাস্টন টেস্টে অনেক কিছুই মিস করেছি। ঋষভ পন্ত আর রবীন্দ্র জাদেজার জুটিটি টেস্ট ক্রিকেটে আমার দেখা সেরা প্রতিআক্রমণ।’

এজবাস্টন টেস্টে এ মুহূর্তে দারুণ অবস্থানে আছে ভারতীয় দল। এর মূলেই আছে এ দুজনের জুটি। অধিনায়ক যশপ্রীত বুমরাও ব্যাট হাতে দারুণ করেছেন। ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৩৫ রান তুলে রেকর্ড গড়েছেন সব মিলিয়ে এজবাস্টন টেস্টে ইংল্যান্ড এখন ব্যাকফুটেই। নিজেদের প্রথম ইনিংসে ২৮৪ রানে গুটিয়ে গেছে তাঁরা। মোহাম্মদ সিরাজকে খেলতেই পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা।

দারুণ শতক পেয়েছেন জাদেজা
ছবি: রয়টার্স

দ্বিতীয় ইনিংসে শু্বমন গিল ও হনুমা বিহারিকে দ্রুত হারালেও ভারত নিজেদের ফিরে পেয়েছে চেতেশ্বর পূজারা আর ঋষভ পন্তের ব্যাটিংয়ে। অর্ধ শতক পেয়েছেন দুজনই। এ প্রতিবেদন লেখার সময় ভারত এগিয়ে ৩৩১ রানে।

পন্ত আর জাদেজার প্রতিআক্রমণেই এলোমেলো টেস্টের নতুন যুগ শুরু করা ইংল্যান্ড। ডি ভিলিয়ার্স এটিকে যদি টেস্টের অন্যতম সেরা প্রতিআক্রমণ বলেও থাকেন, তাহলে ভুল কিছু বলেননি।