নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ তাসকিনের!
কাল চিটাগং ভাইকিংসের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন তাসকিন। এই চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা হাতছাড়া হলো বিপিএলে দুর্দান্ত বোলিং করা তাসকিনের
সর্বনাশই হয়ে গেল তাসকিন আহমেদের! শুরুতে মনে হয়েছিল চোটটা গুরুতর নয়। কিন্তু আজ এমআরআই করানোর পর যা জানা গেল, তাতে পরিষ্কার, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা খেলা হচ্ছে না তাসকিনের।
কাল অলক কাপালির করা ১০ম ওভারের চতুর্থ বলটা লং অফ দিয়ে ছক্কা মেরেছিলেন মোসাদ্দেক হোসেন। কিছুতেই ক্যাচ হয় না, তবুও কোন আশায় তাসকিন উল্টো দিকে দৌড় দিলেন, কে জানে! আর এতেই ‘সর্বনাশ’টা হয়ে গেল!
সীমানা দড়ির ওপর বাঁ পা পড়তেই পড়ে গেলেন মাটিতে। অ্যাঙ্কেলে ভালোই চোট পেলেন তাসকিন। সতীর্থ ও ফিজিওর কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়লেন। রাতে একটা বেসরকারি হাসপাতালে এক্স-রে করানোর পর আজ সকাল করা হয় এমআরআই। আর এতে জানা গেল, তিন সপ্তাহের বিশ্রামে থাকতে হবে তাঁকে। তার মানে ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা তো হচ্ছেই না, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু টেস্ট সিরিজেও থাকবেন কি না, এখনই বলার উপায় নেই।
এ বিপিএলে কী দুর্দান্ত বোলিংটাই না করেছেন তাসকিন! ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে আছেন সবার ওপরে। দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার হিসেবে কদিন আগে ফিরেছেন জাতীয় দলে। ২০১৮ সালটা তাঁর কেটেছে বারবার চোটাঘাতে। আসন্ন নিউজিল্যান্ড সফরে যখন ভালো কিছুর স্বপ্ন তাসকিনের, তখনই পেলেন চোট। যে চোট তাঁকে ছিটকেই দিল ওয়ানডে সিরিজ থেকে।
বিকেলে যখন তাসকিনের সঙ্গে কথা হলো, কণ্ঠটা তাঁর বড় অসহায় শোনাল, ‘মাঠে যখন থাকি নিজেকে শতভাগ উজাড় করে দিই। কাল যেটা হয়েছে, ক্যাচটা ধরতে পারব না, তবুও আমি তো স্থির দাঁড়িয়ে থাকতে পারি না। চেষ্টা করতে গিয়েছিলাম আর এতেই ঘটে গেল ঘটনাটা। এই টুর্নামেন্টে আমি আমার সর্বোচ্চটা দিয়েছিলাম, এর চেয়ে বেশি চেষ্টা একজন পেসার আর কীভাবে করতে পারে! আমার দুর্ভাগ্য, ঠিক সফরের আগে চোটে পড়ে গেলাম। আমার জন্য দোয়া করবেন, টেস্ট সিরিজেও যদি ফিরতে পারি, সেটিও অনেক ভালো হবে।’
তাসকিনের নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, তাঁর জায়গায় কে আসছেন? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, ‘তাসকিনের বিকল্প কাল জানিয়ে দেব। শফিউল ইসলাম আর ইবাদত হোসেন, এ দুজনের একজন আসবে হয়তো।’
নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টেস্ট সিরিজের সূচি:
ম্যাচ | তারিখ | ভেন্যু |
প্রথম ওয়ানডে | ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ | ম্যাকলিন পার্ক, নেপিয়ার |
দ্বিতীয় ওয়ানডে | ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ | হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ |
তৃতীয় ওয়ানডে | ২০ ফেব্রুয়ারি, ২০১৯ | ওটাগো ওভাল, ডানেডিন |
প্রথম টেস্ট | ২৮ ফেব্রুয়ারি–৪ মার্চ, ২০১৯ | সেডন পার্ক, হ্যামিল্টন |
দ্বিতীয় টেস্ট | ৮–১২ মার্চ, ২০১৯ | বেসিন রিজার্ভ, ওয়েলিংটন |
তৃতীয় টেস্ট | ১৬–২০ মার্চ, ২০১৯ | হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ |