নতুন চ্যাম্পিয়ন পেতে পারে এবারের আইপিএল

এবার চেন্নাইয়ের মতো মুম্বাইও থাকছে না প্লে-অফেছবি: আইপিএল

আইপিএলের প্রথম ১৪টি শিরোপা ভাগাভাগি হয়েছে মাত্র ছয় দলের মাঝে। গত পাঁচ মৌসুমে শিরোপা যেন নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন টুর্নামেন্টের সফলতম দুই দল মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস। সর্বশেষ ২০১৬ সালে শিরোপা ঘরে তোলে সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বাই পাঁচবার ও চেন্নাই চারবার শিরোপার স্বাদ পেয়েছে। বাকি দলগুলোর মধ্যে কলকাতা নাইট রাইডার্স দুবার ও একবার করে শিরোপা জিতেছে রাজস্থান রয়্যালস ও ডেকান চার্জার্স।

আইপিএলের গত ৫ বছরের ধারায় যে এবার পরিবর্তন হতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। আইপিএলে এরই মাঝে গ্রুপ পর্ব থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে মুম্বাই ও চেন্নাইয়ের। অপর দিকে প্রথমবারের মতো আইপিএল খেলতে এসে বাজিমাত করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটানস। সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছ দুই দল।

গুজরাট টাইটানস এবার সবচেয়ে এগিয়ে
ছবি: আইপিএল

পয়েন্ট টেবিলে সেরা দল গুজরাট। প্রথম ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সবার আগে সেরা চার নিশ্চিত করেছে দলটি। আর নাভিশ্বাস তোলা ম্যাচে কলকাতাকে বিদায় করে দ্বিতীয় দল হিসেবে সেরা চারে জায়গা করে নিয়েছে লক্ষ্ণৌ। কলকাতার গতকালের হারে টুর্নামেন্টের সফল তিন দলের বিদায় নিশ্চিত হয়েছে।

এদিকে প্লে-অফের বাকি দুই দলের জন্য এখনো পর্যন্ত লড়াইয়ে টিকে আছে পাঁচ দল। এর মধ্যে ১৬ পয়েন্ট নিয়ে তিনে থাকা রাজস্থান রয়্যালসের জায়গা প্রায় নিশ্চিত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল চেন্নাইকে হারাতে পারলে দ্বিতীয় হয়ে প্লে-অফ নিশ্চিত করবে তারা। তবে হারলেও বিভিন্ন হিসাব–নিকাশে সেরা চারে জায়গা পাওয়ার সুযোগ থাকবে তাদের।

কাল উঠে গেছে লক্ষ্ণৌ
ছবি: আইপিএল

লড়াইটা হবে মূলত পয়েন্ট টেবিলের চার ও পাঁচে থাকা দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। ১৩ ম্যাচে দুই দলেরই পয়েন্ট সমান ১৪, তবে রানরেটে পিছিয়ে বেঙ্গালুরু। আজ বাঁচামরার লড়াইয়ে গুজরাটের বিপক্ষে বড় জয়ের বিকল্প নেই বিরাট কোহলিদের। জিতলেও প্রার্থনায় থাকতে হবে দিল্লির হারের। ওদিকে নিজেদের শেষ ম্যাচে জিতলে সেরা চার অনেকটাই নিশ্চিত দিল্লির। আজ বেঙ্গালুরু হারলে শেষ ম্যাচ হেরেও রানরেটের হিসাবে প্লে-অফে জায়গা পাওয়ার সম্ভাবনা থাকবে মোস্তাফিজুর রহমানদের।

অতীত চ্যাম্পিয়নদের মধ্যে শুধু রাজস্থান রয়্যালসই টিকে আছে
ছবি: আইপিএল

সেরা চারের লড়াইয়ে পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের খাতা–কলমে সুযোগ থাকলেও তার সম্ভাবনা ক্ষীণ। ১৩ ম্যাচে দুই দলেরই পয়েন্ট ১২, রানরেটে এগিয়ে আছে পাঞ্জাব। টেবিলে অবস্থান যথাক্রমে সাত ও আটে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে দুই দল। শুধু জিতলেই হবে না, প্রার্থনা করতে হবে দিল্লি ও বেঙ্গালুরু—দুই দলই যেন বিশাল ব্যবধানে হারে।

টুর্নামেন্টের সফল তিন দলের বিদায়ে নতুন কোনো চ্যাম্পিয়ন দল দেখা যেতে পারে এবারের আইপিএলে। নবাগত দুই দল তো আছেই। প্লে-অফের দৌড়ে থাকা দিল্লি ও বেঙ্গালুরুও পায়নি শিরোপার দেখা। শুধু অভিষেক মৌসুমের (২০০৮) চ্যাম্পিয়ন দল রাজস্থান প্লে-অফের দৌড়ে ভালোভাবে টিকে আছে। না হলে, এবার নতুন কোনো চ্যাম্পিয়ন পাওয়াটা নিশ্চিত হয়ে যেত।