২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ধোনিভক্তদের মন জিতে নিলেন কোহলি

দল জিতছে, সমর্থকদের মনও জিতে নিলেন কোহলি।ছবি: এএফপি

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দিয়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এখন শুধু আইপিএলেই দেখা যাবে তাঁকে। চেন্নাই সুপার কিংসের হয়ে আগামী বছর আবারও দেখা যাবে, এই প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন ধোনি। কিন্তু ভারতের জার্সিতে তাঁকে আর দেখা যাবে না তাঁকে। ভারতের সমর্থকেরা এখনো ব্যাপারটা মেনে নিতে পারছেন না। গত বিশ্বকাপের পর থেকেই ভারত দলে দেখা যায়নি ধোনিকে। তবু তাঁর অবসরের ঘোষণা দেওয়ার পর এই প্রথম খেলতে নেমেছে ভারত। তাই অস্ট্রেলিয়া সিরিজেই ধোনিকে নিয়ে ‘মিস ইউ’ পোস্টার দেখা যাচ্ছে বেশি।

ধোনির ভক্তরা তো তাঁর অভাব বোধ করবেনই। এখন দেখা যাচ্ছে শুধু ভক্তরাই নন, সতীর্থরাও ধোনির অভাবে ভুগছেন। যুজবেন্দ্র চাহাল তো করোনার সংক্রমণের আগেই দলের টিম বাসে ধোনির জায়গাটা ফাঁকা আছে, সেটা দেখিয়ে দিয়েছিলেন। এবার অধিনায়ক বিরাট কোহলিও জানিয়ে দিয়েছেন, তিনিও বোধ করছেন ধোনির অভাব। আর প্রকাশে সে কথা জানিয়ে ধোনিভক্তদের মন জিতে নিয়েছেন কোহলি।

আরও পড়ুন

৬ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। ১৯৫ রানের লক্ষ্যে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন ভারতের ব্যাটসম্যানরা। ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। তবে ভারতের সমর্থকদের মন কোহলি জিতে নিয়েছেন ফিল্ডিংয়ের সময়ই, যখন সীমানার কাছে গ্যালারির দর্শকদের সামনে ফিল্ডিং করতে গিয়েছিলেন অধিনায়ক নিজেই।

সেদিন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এক পোস্টার নিয়ে হাজির হয়েছিলেন ধোনিভক্তরা। সেখানে লেখা ছিল, ‘তোমার অভাব টের পাচ্ছি এম এস ধোনি।’ নিজের ফিল্ডিং পজিশনে যাওয়ার পথে সে পোস্টারে নজর পড়ে কোহলির। সঙ্গে সঙ্গে হাত দিয়ে নিজের বুকে হাত দিয়েছেন কোহলি। তারপর দুই আঙুল উঁচিয়ে দেখিয়েছেন। ইঙ্গিতটা বুঝতে কারও কষ্ট হয়নি, ‘মি টু!’ কোহলির এমন কথায় পুরো গ্যালারিতে আনন্দ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিও ছড়িয়ে পড়তে দেরি হয়নি।

ধোনিকে আর ভারত দলের জার্সিতে দেখা যাবে না।
ছবি: টুইটার

ধোনির সঙ্গে কোহলির সম্পর্ক বরাবরই ভালো। মাঝে খুব বাজে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন ধোনি। ২০১৯ বিশ্বকাপ দলে তাঁর জায়গা নিয়েও প্রশ্ন উঠছিল। কিন্তু ধোনিকে নিয়ে ওঠা সব প্রশ্ন উড়িয়ে দিয়েছেন কোহলি। বারবার বলেছেন, ধোনিকে ছাড়া বিশ্বকাপে যাবেন না। অধিনায়কের এমন ভরসার প্রতিদান দিয়েছেনও ধোনি। বিশ্বকাপের সেমিফাইনালে বাদ পড়লেও সেদিন টপ অর্ডারের ব্যর্থতার পরও শেষ পর্যন্ত ভারতের আশা বাঁচিয়ে রেখেছিলেন ধোনি।

বিশ্বকাপের পর থেকেই অবশ্য আর ভারত দলে দেখা যায়নি তাঁকে। ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন। ইদানীং তো রাঁচিতে ৪৩ একর জমির ওপর খামারবাড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। শোনা যাচ্ছে, খামার নিয়ে এতই ব্যস্ত যে নতুন জাতের গরু উৎপাদন করার চিন্তাভাবনাও চলছে। কিন্তু ক্রিকেটভক্তদের যে এতে মন ভরছে না। তাঁরা ধোনিকে মাঠেই দেখতে চান। ৩৯ বছর বয়সী ক্রিকেটারের সতীর্থরাও যে সেটাই চান!