‘ঝাল মেটাও বিশ্বকাপে,’ বাবরদের রমিজ রাজা

পাকিস্তানকে হতাশায় ভুগিয়ে সফর বাতিল করেছে নিউজিল্যান্ডছবি: এএফপি

বিষাদে ডুবে আছে পাকিস্তানের ক্রিকেট মহল। একই সঙ্গে আছে রাগ ও ক্ষোভ। নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে জানিয়ে হঠাৎ পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। দেশটির ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, গতকাল খেলোয়াড়েরা দুবাই পৌঁছে গেছেন, আপাতত সেখানেই অস্থায়ী ঘাঁটি তাঁদের।

কিন্তু নিউজিল্যান্ডের এভাবে পাকিস্তান সফর বাতিল করা নিয়ে পাকিস্তানের ক্রিকেট মহলে চলছে নানা ধরনের আলোচনা–সমালোচনা। এর মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নবনির্বাচিত চেয়ারম্যান রমিজ রাজা দেশটির ক্রিকেটারদের উদ্দেশে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। সেখানে হতাশা আর ক্ষোভের ঝালটা আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ঝাড়তে বাবর আজমদের পরামর্শ দিয়েছেন তিনি।

টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের গ্রুপেই পড়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানের ক্রিকেটারদের রমিজের দেওয়া পরামর্শকে তাই নিউজিল্যান্ড দলের জন্য একটা হুমকি হিসেবেই ধরে নেওয়া যেতে পারে। নিউজিল্যান্ডের সফর বাতিলের সমালোচনা করে এর আগে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের অনেকেই অনেক কিছু বলেছেন। পিসিবি প্রধান রমিজ আর সাবেক অধিনায়ক ইনজামাম–উল–হক তো বিষয়টি নিয়ে আইসিসির দরবারে যাওয়ার কথাও বলেছেন।

অবস্থা যখন এই, তখন রমিজ তাঁর ক্রিকেটারদের ‘শোককে শক্তিতে পরিণত’ করার পরামর্শ দিয়েছেন। পিসিবির টুইটারে পোস্ট করা ওই ভিডিও বার্তায় রমিজ বলেছেন, ‘তোমাদের হতাশা আর ক্ষোভের ঝালটা দুর্দান্ত পারফরম্যান্স করে মেটাও। বিশেষ করে আসন্ন বিশ্বকাপে ভালো করে হতাশা ঝেড়ে ফেলো।’

পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সভাপতি রমিজ রাজা নিউজিল্যান্ডের সফর বাতিলের বিষয়টি নিয়ে যেতে চান আইসিসির দরবারে
ফাইল ছবি

বর্তমানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারত—দলগুলো নিজেদের মধ্যে বেশি ম্যাচ খেলতেই আগ্রহী। এ কারণেই তিনি বাবর আজমদের পরামর্শ দিয়েছেন, ‘একবার যদি তোমরা বিশ্বমানের দল হতে পারো, অন্যরা এমনিতেই তোমাদের সঙ্গে খেলতে লাইন ধরে থাকবে। সবাই তোমাদের বিপক্ষেই খেলতে চাইবে।’

এখানেই থামেননি রমিজ, নিউজিল্যান্ডের ঘটনা থেকে শিক্ষাও নিতে বলেছেন বাবরদের, ‘এ কারণে আমি চাইব এবার যা হয়েছে, সেটা থেকে শিক্ষা নাও। একই সঙ্গে সামনে এগিয়ে চলো ও মানসিক দিক দিয়ে শক্ত থাকো। হতাশ হওয়ার কিছু নেই।’

বাবর আজমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন
ছবি: এএফপি

পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের উদ্দেশেও কিছু কথা বলেছেন রমিজ, ‘অতীতেও আমরা এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। কিন্তু আমরা সব সময়ই সেসব পেছনে ফেলে সামনে এগিয়ে গেছি। আমাদের ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সামর্থ্য আছে। আর এই সামর্থ্য এসেছে আমাদের দলের শক্তি আর সমর্থকের ভালোবাসা থেকে।’

রমিজ এর সঙ্গে আরও যোগ করেন, ‘এমনকি আমরা যদি এই ধাক্কা কাটিয়ে উঠতে না-ও পারি, ঘরোয়া ক্রিকেটে খেলে খেলে আমরা বিশ্বমানের একটা দল গড়তে পারব বলে আত্মবিশ্বাস আছে আমাদের।’