কার্তিককে নিচে নামতে বললেন গম্ভীর
কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ মানেই দর্শক মনে প্রশ্ন—দিনেশ কার্তিক কেন এত ওপরে ব্যাট করছেন? দলের অধিনায়ক তিনি। ব্যাটিং দক্ষতাও খুব একটা খারাপ নয়। তবু কার্তিকের আগে নামা নিয়ে প্রশ্ন ওঠাটা বাড়াবাড়ি মনে হতে পারে। কিন্তু শুধু সাধারণ দর্শক নয়, দলটিকে আইপিএল জেতানো অধিনায়ক গৌতম গম্ভীরও বলছেন কার্তিকের পরে ব্যাট করাই ভালো।
আইপিএলের শুরুটা খারাপ হয়নি কার্তিকের। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৩০ রান করেছিলেন কলকাতা অধিনায়ক। ২৩ বলের ইনিংসের স্ট্রাইকরেট আহামরি ছিল না। তবে এত দিন পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নেমেছেন, সে বিবেচনায় পাশ করে গেছেন কার্তিক। পরের তিন ম্যাচে অবশ্য ব্যর্থ কার্তিক। তিন ম্যাচে মাত্র ৭ রান করেছেন। তাই প্রশ্ন উঠে গেছে, ব্যাটিং সামর্থ্য নিয়ে কার্তিকের এতটা আত্মবিশ্বাসী হওয়া ঠিক হচ্ছে কি না।
এ মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইনআপ নিয়ে বেশ আলোচনা হয়েছে। গত মৌসুমের সেরা পারফরমার আন্দ্রে রাসেলকে লাইনআপে এগিয়ে এনে তিনে নামানো হবে—এমন আলোচনাও শোনা গেছে। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার পর এমন কিছুই দেখা যায়নি। বরং সেই বহু পুরোনো টোটকাতেই পড়ে আছে তারা।
ওপেনিংয়ে নামছেন সুনীল নারাইন। এউইন মরগান ও রাসেলের মতো ব্যাটসম্যান থাকতেও তাদের বসিয়ে রেখে নামছেন কার্তিক। আর রাহুল ত্রিপাতির মতো টপ অর্ডার ব্যাটসম্যানকে খেলানো হচ্ছে লোয়ার মিডল অর্ডারে।
কাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পাঁচে নেমেছেন কার্তিক। ২২৯ রানের লক্ষ্যে নামা অধিনায়ক ৮ বলে ৬ রান করে ফিরেছেন। অথচ ছয়ে ও আটে নামা মরগান ও রাহুল ত্রিপাতির দুটো ঝোড়ো ইনিংস ম্যাচটাকে শেষ ওভার পর্যন্ত টেনে নিয়েছে। ১৮ বলে ৪৪ রান করেছেন মরগান। ত্রিপাতি ১৬ বলে ৩৬ রান করেছেন।
ত্রিপাতির মতো এক ব্যাটসম্যানের পরে নামা পছন্দ হচ্ছে না কলকাতাকে দুটি আইপিএল জেতানো গম্ভীরের, ‘রাহুল ত্রিপাতিকে ওপরে নামাতে হবে, দিনেশ কার্তিক খেলবে ছয়ে। সে মরগানের আগে নামবে না, রাসেলের আগেও না। সুনীল নারাইনের আট বা নয়ে নেমে ব্যাট করা উচিত। মরগান চারে ব্যাট করবে, রাসেল নামবে পাঁচে এবং এরপর নামবে দিনেশ কার্তিক।’
ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে কথোপকথনে কলকাতার আরও অনেক ভুল দেখিয়ে দিয়েছেন গম্ভীর। কাল ১৯তম ওভারে বল করেছেন স্পিনার বরুণ চক্রবর্তী। আগের তিন ওভারে ২৯ রান দেওয়া এই স্পিনার ২০ রান দিয়েছেন সে ওভারে।
১৮ রানে হারা ম্যাচে এটাই ব্যবধান গড়ে দিয়েছে, এমনই মনে হয়েছে গম্ভীরের, ‘১৮, ১৯ ও ২০ ওভারে সেরা বোলারদের বল করাতে হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি। প্যাট কামিন্সের করা উচিত। আর যদি কোনো স্পিনারকে বল দিতেই হয়, সুনীল নারাইন। এমনকি আগের ম্যাচে শিবম মাভি খুব ভালো করেছে এবং আন্দ্রে রাসেলও ভালো করেছে। আপনার সেরা বোলারদের বল দিতে হয়। বরুণ প্রথম কয়েক ওভারে ভালো করেছে, কিন্তু ১৯তম ওভারে এক তরুণ স্পিনারের ভালো করার আশা করতে পারেন না, বিশেষ করে শারজাতে। সম্ভবত হিসেবে ঝামেলা হয়েছিল।’