ওপেনিংয়ে লিটনকেই পছন্দ তামিমের, তবে...
তামিম ইকবালের উদ্দেশে প্রশ্নটা ছিল দল নির্বাচন নিয়ে। দীর্ঘ ব্যাখ্যায় ওয়ানডে দলের অধিনায়ক জানালেন লিটন দাস, সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈমকে নিয়ে তাঁর অভিমত। প্রশ্নকর্তা উত্তর শুনে পরের প্রশ্নে চলে গেলেন। এরপর তামিম পরের প্রশ্নের উত্তর দেওয়ার আগে দল নির্বাচন নিয়ে আরও কিছু মতামত দিতে নিজ থেকেই কিছুটা সময় চেয়ে নিলেন। এরপর জানালেন, ওয়ানডে দলের ওপেনার হিসেবে লিটনই তাঁর ব্যক্তিগত পছন্দ।
সেই ব্যাখ্যাও পরিষ্কার করে দিয়েছেন বাঁহাতি ওপেনার তামিম, ‘আমি চাইব আমার সঙ্গে যেন একজন ডানহাতি ওপেনার থাকে। তাহলে এটা দলের জন্য ভালো। তাহলে আমাদের জন্য ভালো সমন্বয় হয়।’ ক্রিকেট যুক্তিও তাই বলে। ডানহাতি-বাঁহাতি সমন্বয় প্রতিপক্ষ দলের বোলিং আক্রমণের কাজটা কঠিন করে দেয়। এক-দুই রানও সহজে আসতে থাকে। যেকোনো দলই চায় ক্রিজে এমন সমন্বয় রাখতে। সব সময় যে এমন সমন্বয় মাঠে নামানো সম্ভব তা কিন্তু নয়। তবে সুযোগ থাকলে প্রায় সব দলই ডানহাতি-বাঁহাতির মিশ্রণ ক্রিজে রাখে। বাঁহাতি শিখর ধাওয়ান ও ডানহাতি রোহিত শর্মার ওপেনিং জুটি যেমন ভারতকে অনেক সাফল্য এনে দিয়েছে। অস্ট্রেলিয়ায় ডেভিড ওয়ার্নার–অ্যারন ফিঞ্চ জুটিও তাই।
তামিমও হয়তো সেভাবেই দেখছেন বিষয়টি। তবে শুধু অধিনায়ক চাইলেই তো আর হবে না। তাঁর সঙ্গী ওপেনারকে তো পারফর্মও করতে হবে! আর এখন দলের ম্যানেজমেন্ট হয়তো তরুণ নাঈমকে একটু বেশি সুযোগ দিতে চায়। তামিমের পরের কথাতেই তা স্পষ্ট, ‘কিন্তু আমি যেটা চাই সেটাই হতে হবে, তা নয়। যদি কেউ পারফর্ম করে, সৌম্য বা নাঈম, তাহলে নাঈম ভালো সুযোগ পাবে, এটা আমি বলতে পারি।’
সুযোগ কম দেওয়া হয়নি লিটনকেও। টানা আট ইনিংসে লিটনের রান মাত্র ১০১। সেদিক থেকে এই ডানহাতি ব্যাটসম্যানকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে সমর্থনই করছেন তামিম, ‘আমার মনে হয় লিটন যথেষ্ট সুযোগ পেয়েছে। সে মনে হয় ৮-৯টা ম্যাচ খেলেছে। সে তার সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেনি। তবে এটাই ওর জন্য শেষ নয়। আমরা জানি সে কতটা ভালো খেলোয়াড়। যখন একটা ক্রিকেটার ৭-৮ ম্যাচে ব্যর্থ হয়, তখন আমাদের মনে হয়েছে আরেকজনকে সুযোগ দেওয়া উচিত।’
তবে প্রথম দুই ওয়ানডের ১৫ সদস্যের দলে সৌম্য সরকারও ছিলেন। শেষ ম্যাচে স্ট্যান্ডবাই তালিকা থেকে এসে তৃতীয় ওয়ানডে খেলেছেন নাঈম। এ ব্যাপারে তামিমের ব্যাখ্যা, ‘আপনি সৌম্য ও নাঈমের ব্যাপারে বলতে পারেন। কিন্তু আমরা সবাই ভেবেছি নাঈমের কথা। নেটে বা প্রস্তুতি ম্যাচে যা দেখেছি তাতে মনে হয়েছে, সে ভালো ব্যাট করছে। তবে আজ তার প্রথম ম্যাচ। আশা করি সে আরও সুযোগ পাবে।’