এভাবেও ক্যাচ নেওয়া যায় দেখালেন ফুটবলার
ক্রিকেটারদের অনুশীলনের একটা অংশ ফুটবল খেলা। দুই দলে ভাগ হয়ে ক্রিকেটারদের গা গরমের ফুটবল ম্যাচ খেলার ছবি মাঝেমধ্যেই দেখা যায় সংবাদমাধ্যমে। ফুটবলারদের অনুশীলনে অবশ্য ক্রিকেট খেলার রেওয়াজ খুব একটা নেই। তবে টটেনহামের অনুশীলনে দলটির খেলোয়াড়েরা কখনো কখনো শখের ক্রিকেট খেলে থাকেন! তেমনই এক ম্যাচে দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন ডেলে আলী। ক্যাচটি দেখলে হয়তো জন্টি রোডসও মুগ্ধ হয়ে যেতেন।
চলতি মৌসুমে টটেনহামের একাদশে তেমনভাবে জায়গা পাচ্ছেন না। ফুটবল মাঠে প্রতিভার ঝলক তাই সেভাবে দেখাতে পারছেন কই ২৪ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার! কিন্তু টটেনহাম দলের শখের ক্রিকেটে ঠিকই প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়েছেন।
জিমনেসিয়ামে খেলা শখের ক্রিকেটে বলটি করেছিলেন ২০ বছর বয়সী জ্যাক ক্লার্ক। আরেক তরুণ হার্ভি হোয়াইট ছিলেন ব্যাটিংয়ে। বোলারের বাঁ পাশ দিয়ে শট দিয়ে খেলেন বাঁহাতি হোয়াইট। সেখানে ফিল্ডিং করছিলেন ডেলে আলী। বলটি নিচু হয়ে আসে, তবে আলী ক্যাচটি নেওয়ার জন্য নিচু হননি। টেনিস বলটি তিনি ডান পা দিয়ে কিপিআপির ভঙ্গিতে ওপরে তোলেন। এরপর নেন ক্যাচ।
অসাধারণ এই ক্যাচকে ক্রিকেটের ক্যাচ না বলে অনায়াসে আপনি ফুটকেট ক্যাচ বলে দিতে পারেন! কারণ, ক্যাচটির সঙ্গে ফুটবল আর ক্রিকেট—দুটি খেলারই অনুষঙ্গ ছিল। আলী ক্যাচটি নেওয়ার সঙ্গে সঙ্গেই চারদিকে শুরু হয়ে যায় উচ্ছ্বাস। এমন অসাধারণ একটি ক্যাচ নিতে পারায় ফিল্ডিংয়ে থাকা এরিক ডায়ার, গ্যারেথ বেল, হ্যারি কেইন, জো হার্টরা অভিনন্দন জানান আলীকে।
ক্যাচটি নিয়ে উচ্ছ্বসিত ডেলে আলীও। ক্যাচের ভিডিও তিনি নিজের টুইটারেও পোস্ট করেছেন।